শিরোনাম ::
চট্টগ্রামে এনসিপি নেতা নিজামের ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার ভিডিও ভাইরাল লক্ষ্মীপুরে অস্ত্রসহ হত্যা মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার ইসরায়েলি হামলায় নিহত হওয়ার আগে যে বার্তা রেখে গেছেন আল-জাজিরার সাংবাদিক শরীফ সারাদেশে বৃষ্টির আভাস, তিন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা অস্ট্রেলিয়ার জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার শাহজালাল বিমানবন্দরে যাত্রী-স্বজনদের জন্য নতুন নির্দেশনা জারি গাজায় আল জাজিরার পাঁচ সাংবাদিককে হত্যা করল ইসরায়েল জুলাই যোদ্ধা সম্পর্কিত প্রবন্ধসহ তথ্য চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির চিঠি রাজবাড়ীতে বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ভারতে গ্রেপ্তার
August 11, 2025, 2:15 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

চকরিয়ায় সাংবাদিকের বসতঘরে হামলা, লুটপাট : সাংবাদিকসহ আহত-৮

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, মে ১০, ২০২২

কক্সবাজারের চকরিয়ায় সাংবাদিক জিয়াবুল হকের পরিবারের সদস্য ও বসত বাড়িতে দফায় দফায় হামলা ভাংচুর ও লুটপাপ চালিয়েছে সন্ত্রাসীরা।
এসময় সন্ত্রাসীরা বসতঘর ভাংচুর, লুটপাট ও মারধর চালানো হয়েছে বলে অভিযোগ করেন সাংবাদিক জিয়াবুল হক। এছাড়াও সাংবাদিকদের মোবাইলও ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।

এতে ওই পরিবারের সদস্য ও বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছে। সাংবাদিক জিয়াবুল হক ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদ ও চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত পত্রিকার চকরিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

মঙ্গলবার (১০ মে) সকাল ১১টার দিকে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডস্থ কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে। আটককৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আহতরা বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জিয়াবুল হক বলেন, মঙ্গলবার সকালে নিজের বসতঘরে পাঁকা ঘর নির্মাণের কাজ করছিলাম। এসময় স্থানীয় সন্ত্রাসী নাজেম উদ্দিন ও শামসুল আলম চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নাজেম উদ্দিন ও শামসুল আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী পুলিশের সামনে আমাদের উপর হামলা চালায়। এসময় আমিসহ আমার পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হন। এমনকি বেশ কয়েকজন স্থানীয় সাংবাদিকও আহত হন। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে চলে যায়।

পুলিশ চলে যাওয়ার পর দুপুর ১টার দিকে আবারও আমার বসতঘরে হামলা শুরু করে সন্ত্রাসীরা। এসময় তারা আমার বসতঘর ভাংচুর ,লুটপাট চালায়। বাধা দিতে গেলে আবারও আমাদেরকে মারধর করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আমাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। এব্যাপারে আইনী পদক্ষেপ নেবেন বলেও জানান জিয়াবুল হক।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, সাংবাদিক জিয়াবুল হকের বসতঘরে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন চকরিয়ায় কর্মরত সাংবাদিকরা। তারা অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: