শিরোনাম ::
আগের চার বছর পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, এখন উপদেষ্টা হয়েও পারলাম না সিন্ধু পানিবণ্টন চুক্তির রায় গেল ভারতের বিপক্ষে, স্বাগত জানাল পাকিস্তান ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ টেকনাফে বোনের স্বামীর ছুরিকাঘাতে যুবক নিহত ওয়াশিংটনে সেনা মোতায়েন, ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে পুলিশ সাত দিন খোলা থাকার পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট অবশেষে বিয়ে করছেন রোনালদো-জর্জিনা ভারতে দুই শতাধিক পুরুষের লালসার শিকার বাংলাদেশি এক কিশোরী! মেয়াদ বাড়লো জাতীয় ঐকমত্য কমিশনের যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত
August 12, 2025, 5:08 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

চকরিয়ায় সাফারী পার্ক সংলগ্ন অবৈধ বালু মহাল থেকে ৩০ সেলো মেশিন ও দুই ডাম্পার ট্রাক জব্দ

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, জুন ৬, ২০২২

এম জিয়াবুল হক, চকরিয়া::

চকরিয়া বঙ্গবন্ধু সাফারী পার্ক সংলগ্ন রং মহল, দাঙ্গার বিল ও পাগলির ছড়ার অবৈধ বালু মহালে অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় ৩০টি সেলো মেশিন ও বালুভর্তি দুটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।

প্রশাসন সুত্র জানায়, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট জেপী দেওয়ানের নেতৃত্বে ও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম ও কর্মচারীদের সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। ৬ জুন ২০২২ সোমবার সন্ধ্যায় সাফারি পার্ক সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত আবুবক্কর ছিদ্দিক ও রবিউল আলম নামের দুইজন বালু খেকো, বালু বহনকারী দুইটি ট্রাক জব্দ করা হয়। এ ছাড়াও ৩০টি বালি উত্তোলনের মেশিন ও ১০০০ রানিং ফুট বালি উত্তোলন পাইপ জব্দ করে বিনষ্ট করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট জেপী দেওয়ান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত আবুবক্কর ছিদ্দিক ও রবিউল আলম নামের দুইজন বালু খেকো, বালু বহনকারী দুইটি ট্রাক জব্দ করা হয়। এ ছাড়াও ৩০টি বালি উত্তোলনের মেশিন ও ১০০০ রানিং ফুট বালি উত্তোলন পাইপ জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এবং অবৈধ বালু উত্তোলনে অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, প্রতিদিন দুইটি করে গাড়ী জব্দ করবো এবং প্রতিমাসে ৬০ টি গাড়ী জব্দ করার অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি বলেন, আটক আবুবক্কর ছিদ্দিক ও রবিউল আলম নামের দুই বালু খেকোকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। টাকা দিতে ব্যর্থ হলে অনাদায়ে দুই বছর করে জেল দেয়া হবে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: