শিরোনাম ::
১২ কোটি টাকা দামের গাড়ি নিলামে মাত্র ১-৫ লাখ টাকা, বেকায়দায় চট্টগ্রাম কাস্টমস সাংবিধানিক নয়, জুলাই সনদ ও ঘোষণাপত্রের রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে বিএনপি ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত, জরুরি অবস্থা জারি ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য রাশিয়াকে ১০ দিনের সময় দিলেন ট্রাম্প সাত দিনের রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু, চলবে ১১ আগস্ট পর্যন্ত জাপানে সুনামি সতর্কতা জারি, সরিয়ে নেওয়া হলো ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের কর্মীদের গাজায় দুর্ভিক্ষপীড়িত মানুষের অবস্থা এখন “নাৎসি ক্যাম্পগুলোর চেয়েও ভয়াবহ” মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন মা-বাবা আজ বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

জবানবন্দিতে জুলাই আন্দোলন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


ঢাকা, ২৯ জুলাই – জুলাই আন্দোলন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় গত ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন তিনি।

মঙ্গলবার আদালতে দেওয়া জবানবন্দির অনুলিপি হাতে এসেছে।

৫ পৃষ্ঠার জবানবন্দির এক জায়গায় তিনি বলেছেন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গভীর সম্পর্ক ছিল। আসাদুজ্জামান খান কামাল হারুনকে জিন নামে ডাকতেন। তিনি হারুনকে খুব কর্মতৎপর এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে রাজনৈতিকভাবে খুব কার্যকর মনে করতেন।

জবানবন্দিতে চৌধুরী মামুন বলেন, কোর কমিটির একটি বৈঠকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের আটকের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ডিজিএফআই এবং ডিবি প্রধান হারুন অর রশীদকে আটক করার দায়িত্ব প্রদান করা হয়।

পরবর্তী সময়ে তাদেরকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয় এবং সরকারের সঙ্গে আপস করার জন্য বিভিন্নভাবে মানসিক নির্যাতনসহ চাপ প্রয়োগ করা হয়। তাদের আত্মীয়-স্বজনকেও নিয়ে আসা হয়। সমন্বয়কদেরকে আন্দোলন প্রত্যাহার করার জন্য টেলিভিশনে বিবৃতি প্রদানে বাধ্য করা হয়।

জবানবন্দিতে ২০১৮-এর ভোটে অনিয়ম, গুম, খুন ও জুলাই আন্দোলন নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন সাবেক এই পুলিশ প্রধান।

আদালতে সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে সম্প্রতি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্টাইব্যুনাল।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৯ জুলাই ২০২৫



আরো খবর: