August 3, 2025, 6:47 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপের পর প্রথমবারের মতো মুখ খুললেন মোদি

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, আগস্ট ৩, ২০২৫


নয়াদিল্লি, ০২ আগস্ট – ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং রাশিয়া থেকে জ্বালানি আমদানির অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত জরিমানা আরোপের ঘোষণা দেওয়ার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার উত্তরপ্রদেশের বারাণসীতে দেওয়া বক্তৃতায় বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার কথা তুলে ধরে ‘স্বদেশি’ পণ্য ব্যবহারে দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

নিজ নির্বাচনী এলাকা বারাণসীতে এক সমাবেশে দেওয়া বক্তৃতায় মোদি বলেন, ভারতের অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এবং প্রত্যেক নাগরিকের ‘দেশী’ পণ্য কেনার অঙ্গীকার করা উচিত।

ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, আজ বিশ্ব অর্থনীতি নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে অনিশ্চয়তার পরিবেশ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে প্রতিটি দেশই নিজের স্বার্থের কথা ভাবছে। ভারতও শিগগিরই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে। তাই আমাদের নিজেদের অর্থনৈতিক স্বার্থের বিষয়ে সতর্ক থাকতে হবে। আমাদের কৃষক, আমাদের শিল্প, আমাদের যুব সমাজের কর্মসংস্থান—এসবই আমাদের কাছে অগ্রাধিকারের বিষয়। সরকার এই লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, দেশের নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে। এটা শুধু মোদি নয়, সবাইকে বলতে হবে। যারা ভারতের অর্থনীতিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি বানাতে চান—যে রাজনৈতিক দলই হোক, যে নেতা-ই হোন; তাদের উচিত দেশের স্বার্থে কথা বলা এবং জনগণকে উদ্বুদ্ধ করা যেন তারা ‘দেশী’ পণ্য কেনার সংকল্প করেন।যখনই আমরা কিছু কিনব, তখন মাপকাঠি হবে একটাই : এমন কিছু কিনব, যা একজন ভারতীয়র ঘাম ঝরিয়ে তৈরি করা হয়েছে। ভারতের মানুষের দক্ষতা ও শ্রমে যা তৈরি হয়েছে, সেটাই আমাদের কাছে ‘দেশী’। আমাদের ‘ভোকাল ফর লোকাল’ মন্ত্র গ্রহণ করতে হবে।

‘মেইক ইন ইন্ডিয়া’ পণ্যের প্রসারের আহ্বান জানিয়ে মোদি বলেন, দেশের প্রত্যেক নাগরিক নতুন কেনাকাটায় স্বদেশি পণ্য কেনার সংকল্প করবেন।

বৃহস্পতিবার দেশটির সংসদে বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বলেন, ভারত-আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রভাব সরকার বিশ্লেষণ করছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সব অংশীজন, রপ্তানিকারক ও শিল্প সংস্থার সঙ্গে আলোচনা করে পরিস্থিতি মূল্যায়ন করছে। সরকার কৃষক, শ্রমিক, উদ্যোক্তা, রপ্তানিকারক, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ সব শিল্পক্ষেত্রের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জাতীয় স্বার্থ রক্ষায় এবং অগ্রগতিতে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০২ আগস্ট ২০২৫



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: