শিরোনাম ::
দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানিতে ৩০ শতাংশ শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত ভিয়েতনামে ট্রাফিক পোস্টে ধাক্কা খেয়ে উল্টে গেল বাস, শিশুসহ নিহত ১০ পাকিস্তানই প্রথমে যুদ্ধবিরতির উদ্যোগ নিয়েছিল তিন মাসে সহিংসতা ও গণপিটুনিতে নিহত ৯১, ধর্ষণের শিকার ২০৮ জন কীর্তনখোলাসহ দক্ষিণাঞ্চলে ১১ নদীর পানি বিপৎসীমার ওপরে, তলিয়ে গেছে নিম্নাঞ্চল চাঁদপুরে মেঘনার পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত উপকূলীয় অঞ্চল রেহানা পারভীনের আত্মস্বীকৃত হত্যাকাণ্ড – DesheBideshe কম্বোডিয়ার সঙ্গে উত্তেজনা, সীমান্তের ৮ বিভাগে সামরিক আইন জারি করলো থাইল্যান্ড জুলাই পদযাত্রায় রাজনৈতিক দল হিসেবে ভালো সাড়া পেয়েছি
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে বাসের ধাক্কা, দুই সহোদর ভাই নিহত

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫


ফেনী, ২৫ জুলাই – ফেনীতে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে দ্রুতগতির বাসের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৫ জুলাই) রাত ৩টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাঁচগাছিয়া ডিজিটাল স্কেলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীয়ারা উজালীয়া কাজীবাড়ির বাসিন্দা শাহ আলমের দুই ছেলে মোশারফ হোসেন (২৯) ও একরাম হোসেন (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে নোয়াখালীগামী একটি দ্রুতগতির বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং পিকআপে থাকা দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশারফকে মৃত ঘোষণা করেন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একরামেরও মৃত্যু হয়।

নিহতদের জেঠাতো ভাই মো. সুজন জানান, মোশারফ ‘আলভী এন্টারপ্রাইজ’ নামে একটি পরিবহন কম্পানিতে চাকরি করতেন তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে, অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ২৫ জুলাই ২০২৫



আরো খবর: