August 17, 2025, 9:16 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

পেকুয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ২

নাজিম উদ্দিন,পেকুয়া::
আপডেট: রবিবার, আগস্ট ১৭, ২০২৫

কক্সবাজারের পেকুয়া উপজেলায় অভিযান চালিয়ে ৩টি দেশীয় তৈরি এলজি অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।

রবিবার (১৭ আগস্ট) সকাল ৮টার দিকে টইটং ইউনিয়নের মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে এবিসি আঞ্চলিক মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীনের দিকনির্দেশনায় এবং পেকুয়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই সুনয়ন বড়ুয়ার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসায়। এসময় চকরিয়ার বদরখালী এলাকা থেকে একটি সিএনজি করে চট্টগ্রামগামী রবিউল হাসান (১৮) নামের এক যুবককে আটক করা হয়। তার নেভি ব্লু রঙের স্কুলব্যাগ থেকে কম্বলে মোড়ানো অবস্থায় ৩টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী হৃদয় হোসেন (২২) কে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় আটক করা হয়।

রবিউল হাসান লক্ষীপুর জেলার লক্ষীপুর সদরের ৮ নং ওয়ার্ডের লামছড়ি এলাকার মিজানুর রহমানের পুত্র।

হৃদয় হোসেন একই জেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর এলাকার ইলিয়াছ হোসেনের পুত্র।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, অস্ত্রগুলো

চকরিয়ার বদরখালী থেকে সংগ্রহ করে অজ্ঞাত ব্যক্তির নিকট বিক্রির উদ্দেশ্যে লক্ষ্মীপুর জেলায় নিয়ে যাচ্ছিল তারা।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: