August 17, 2025, 8:51 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

পেকুয়ায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, মে ২, ২০২৪

কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ১৩জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক হলরুমে রিটার্নিং কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ প্রতীক বরাদ্দ করেন। 

চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সহধর্মিণী রুমানা আক্তার- আনারস, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান কক্সবাজার জেলা যুবদলের সহ সভাপতি শাফায়েত আজিজ রাজু -ঘোড়া, জেলা আ.লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ড.মুহাম্মদ আশরাফুল ইসলাম সজীব-দোয়াত কলম, জেলা আ.লীগের সাবেক সদস্য এস এম গিয়াস উদ্দিন -টেলিফোন, পেকুয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম-মোটর সাইকেল প্রতীক পেয়েছেন। 

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আজিজুল হক-টিউবওয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নাছির উদ্দিন বাদশাহ- মাইক, ছাত্রলীগের সাবেক সভাপতি মমতাজুল ইসলাম-চশমা, মাহবুল করিম-তালা, শাহাব উদ্দিন জারদারী – উড়োজাহাজ প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু-ফুটবল, ইয়াসমিন সুলতানা-কলসি এবং রাজিয়া সোলতানা -প্রজাপতি প্রতীক পেয়েছেন। 
প্রসঙ্গত, পেকুয়া উপজেলা পরিষদের এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৩জন প্রার্থী প্রতীক নিয়ে আজ থেকে মাঠে লড়বেন। 

###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: