শিরোনাম ::
মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় মিলল যুবকের মরদেহ বাংলাদেশে চীনের জরুরি চিকিৎসা-সামগ্রী হস্তান্তর “বাবা আমি ভুল করিনি, সুইসাইড নোটে লিখে আত্মহত্যা করলো নবম শ্রেণির ছাত্র! গ্রিসে ঘুরতে আসা ইসরায়েলির কান ছিঁড়ে ফেললেন সিরীয় নাগরিক সিঙ্গাপুরের ব্যস্ত সড়কে হঠাৎই দেবে গেল রাস্তা, চলন্ত গাড়ি পড়লো গর্তে মাইলস্টোনে বিমান বিধ্বস্তে দগ্ধদের দেখতে গেলেন প্রধান উপদেষ্টা দেশের তরুণ সমাজই ডিজিটাল রূপান্তরের প্রধান চালিকাশক্তি সাবেক এমপির বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা দাবি, আটক ৫ চকরিয়ায় দিনেদুপুরে গরীব পরিবারের উপর ফিল্মিস্টাইলে সন্ত্রাসী হামলা, মা-ছেলেকে কুপিয়ে জখম মাসিক ভাতার পাশাপাশি জুলাই যোদ্ধারা আরও যেসব সুবিধা পাবেন
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেটে ইয়াবা রেখে সারাদেশে সাপ্লাই, আটক কক্সবাজারের মাদক কারবারি

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

পেটের ভেতরে ইয়াবা বহনের অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে সারাদেশে মাদক সরবরাহ করে আসছিলেন মাদক কারবারী মো. কাজল (৪০)। তবে শেষ রক্ষা হয়নি। গোয়েন্দা নজরদারিতে ধরা পড়েছেন তিনি।

শুক্রবার (২৫ জুলাই) রাতে চাটখিল বাজারের আনিতাশ ফিলিং স্টেশনের সামনে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. কাজল কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।

জানা গেছে, কাজল মূলত কক্সবাজার-টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কৌশলে শরীরের বিভিন্নস্থানে বহন করতেন। মাঝে মধ্যেই পেটে ভরে ক্যাপসুল আকারে ইয়াবা বহন করে তা দেশের বিভিন্ন বড় শহরে সরবরাহ করতেন তিনি। পেটের মধ্যে থাকা ৯৫০ পিস ইয়াবা পায়ুপথে বের করা হয়।

চাটখিল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কাজল একজন পেশাদার মাদক কারবারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এই অভিনব কায়দায় ইয়াবা পাচারের কথা স্বীকার করেছেন। সে জানিয়েছে, এর আগেও একাধিকবার এমনভাবে মাদক বহন করে সে বিভিন্ন এলাকায় পৌঁছে দিয়েছে।

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মাদক কারবারীরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নানা অভিনব কৌশল অবলম্বন করছে। তবে প্রযুক্তিগত সহায়তা ও গোয়েন্দা নজরদারির কারণে এসব পদ্ধতিও এখন ধরা পড়ছে। কাজলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে


আরো খবর: