শিরোনাম ::
অবরুদ্ধ গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলতে যাচ্ছে জর্ডান ও আরব আমিরাত কক্সবাজারে ৭ মাসে পানিতে ডুবে প্রাণ গেছে ৬০ জনের টেকনাফে ঢেউয়ের আঘাতে মেরিন ড্রাইভে ভাঙ্গন শহীদদের উত্তরসূরি হিসেবে শপথ নিচ্ছি, নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ কক্সবাজারের ট্রেনে দেড় বছরেও পণ্য পরিবহন হচ্ছে না শাহজালাল বিমানবন্দরে যাত্রীর সঙ্গে দুজনের বেশি ব্যক্তি প্রবেশ করতে পারবে না বছরের যে কোনো সময় ভোটার তালিকা প্রকাশের ক্ষমতা পেল ইসি শেখ হাসিনা আমাদের ওপর একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে ‘মাহেরীন দায়িত্ব পালন করেছেন, সম্মান দেওয়াটা রাষ্ট্রের ব্যাপার’ মাইলস্টোনের নিহত শিক্ষিকা মাসুকার কবরে বিমান বাহিনীর গার্ড অব অনার প্রদান
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

প্রেমিকের ঠোঁটে ঠোঁট রাখলেন সুজান, প্রাক্তন স্ত্রীর কাণ্ড দেখে কী বললেন হৃতিক?

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
প্রেমিকের ঠোঁটে ঠোঁট রাখলেন সুজান, প্রাক্তন স্ত্রীর কাণ্ড দেখে কী বললেন হৃতিক?


মুম্বাই, ২১ ডিসেম্বর – হৃতিক প্রেম করছেন সাবা আজাদের সঙ্গে। অন্যদিকে, হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজানের জীবনের নতুন পুরুষ আরসালান। ১৪ বছরের দাম্পত্যে ইতি টেনে আলাদাভাবে দিব্যি রয়েছেন হৃতিক ও সুজান। আর সেই ভালো থাকার প্রমাণ সুজান দিলেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়।

গত ১৯ ডিসেম্বর ছিল প্রেমিক আরসালানের জন্মদিন। জন্মদিনে প্রেমিকের সঙ্গে সারাদিন কাটিয়েছেন সুজান। প্রেমিকের ঠোঁটে ঠোঁট রেখে সুজান ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছিলেন। আর সেই ছবিই চোখে পড়েছে হৃতিকের। প্রাক্তন স্ত্রীর এমন ছবি দেখে চুপ থাকেননি হৃতিক। ছবি নিচে মন্তব্য করে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে ব্রো, হ্যাপি বার্থডে আরসালান’।

বিগ বসের প্রতিযোগী আলি গোনির ভাই আরসালান গোনির সঙ্গে বহুদিন ধরেই বন্ধুত্ব সুজানের। এমনকি সুজান ও আরসালানকে বহুবার একসঙ্গে ঘুরতে দেখা গেছে। তবে সেভাবে আরসালানের প্রতি প্রেম প্রকাশ্যে আনেননি সুজান। এই প্রথম চুম্বনের ছবি শেয়ার করলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী।

অন্যদিকে প্রেমিকা সাবা আজাদের সঙ্গে ভালো সময় কাটছে হৃতিকের। সে সংক্রান্ত ছবিও তারা সোশ্যাল মাধ্যমে শেয়ার করছেন। গত আগস্টে আর্জেন্টিনার রাস্তায় দেখা যায় এই প্রেমিক যুগলকে।

আইএ/ ২১ ডিসেম্বর ২০২৩





আরো খবর: