শিরোনাম ::
কনসার্ট সফরে কানাডা যাচ্ছে ওয়ারফেজ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আজ ফিলিস্তিনিদের প্রতি বিশ্বের নীরবতা, তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের ইসরায়েলি হামলা-অনাহারে গাজায় একদিনেই নিহত ৭১ ফিলিস্তিনি চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাগছাসের ৫ নেতাকে বহিষ্কার জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান, সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির নাইজেরিয়ায় অপুষ্টিতে ছয় মাসে অন্তত ৬৫২ শিশুর মৃত্যু ভারতে এক বছরের শিশুর কামড়ে মরে গেলো বিষাক্ত কোবরা সাপ! গুলিস্তানে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত, সঙ্গে থাকা বাবা বাকরুদ্ধ সবাইকে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

“বাবা আমি ভুল করিনি, সুইসাইড নোটে লিখে আত্মহত্যা করলো নবম শ্রেণির ছাত্র!

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫


কলকাতা, ২৬ জুলাই – পাঁশকুড়ার চিপসকাণ্ডের ছায়া এবার পূর্ব মেদিনীপুরেরই কাঁথিতে। এক ছাত্রীকে টিটকিরি কাটার অভিযোগে হেনস্থা করা হয় ক্লাস নাইনের এক ছাত্রকে। অপমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল ওই ছাত্র। আত্মঘাতী হওয়ার আগে বাবা-মার উদ্দেশে সে লিখে যায়, “বাবা আমি ভুল করিনি, ওই মেয়েটাকে আমি চিনি না।” ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাঁথির পিছাবনিতে।

পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম সূর্য মান্না (১৫)। তার বাড়ি কাঁথি থানার পিছাবনি এলাকায়। স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার স্কুলে গিয়েছিল সূর্য। স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কটূক্তি করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। ঠিক ওই সময় সূর্যের সঙ্গে ছিল কয়েকজন বন্ধু। যদিও সূর্য জানিয়েছিল, সে ওই ছাত্রীকে চেনে না। তাকে কটূক্তি করেনি।

তখন বিষয়টি বেশিদূর গড়ায়নি। স্কুল থেকে বাড়ি ফেরার পর সূর্য ইংরেজি বই আনতে বন্ধুর বাড়িতে যায়। ঠিক ওই সময় তাকে পিছাবনি বাজারে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। মানসিক নির্যাতনও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সূর্যের বাবা-মা। সূর্য তার বাবা-মাকে জানায়, সে ওই মেয়েটিকে জানে না। কোনও কটূক্তি করেনি। বাবা মার সঙ্গে বাড়ি ফিরে আসে। রাতেও বাবা মার কাছে জানিয়েছিল, সে কোনও ভুল করেনি।

এরপর শুক্রবার সাত সকালে দোতালায় কড়ি কাঠে দড়ির ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে নবম শ্রেণির ওই ছাত্র। পরিবারের লোকেরা বিষয়টি জানতে পেরে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি থানার পুলিশ। মৃত্যুর আগে লিখে যাওয়া সুইসাইড নোট উদ্ধার করে। সেখানে সূর্য লিখে গিয়েছে, “বাবা আমি ভুল করিনি, ওই মেয়েটাকে আমি চিনি না। আমার জন্য তোমাকে অপমানিত হতে হল।” একাধিক অভিমানের কথা সুইসাইড নোটে লেখা রয়েছে। ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন সূর্যের বাবা-মা। সূর্যের মা বলেন, “আমার এক ছেলে আর এক মেয়ে। মেয়ে কথা বলতে পারে না। আমার ছেলে খুবই ভাল। এখন আমি কী করব।” বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

ছেলের আত্মহত্যার পিছনে ওই নাবালিকার বাবাকে দায়ী করেছেন সূর্যের বাবা রবীন্দ্রনাথ মান্না। তিনি বলেন, “বৃহস্পতিবার আমার ছেলে স্কুলে গিয়েছিল। স্থানীয় বাজারে ছেলেকে আটকে রাখা হয়েছিল। ঘটনা জানতে পেরে সেখানে পৌঁছাই। ছেলেকে মারধর করে। স্কুলের মেয়েকে কটূক্তি করেছিল বলে অভিযোগ। ছেলেকে জিজ্ঞাসা করলে জানায়, আমি কিছুই করিনি।”

কাঁথি থানার এক পুলিশ আধিকারিক বলেন, “ছাত্রের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে পূর্ব মেদিনীপুরেরই পাঁশকুড়ায় চিপসের প্যাকেট চুরির অভিযোগে সপ্তম শ্রেণির এক ছাত্রকে হেনস্থা করা হয়েছিল। অপমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় সে। সুইসাইড নোটে সে লিখে যায়, চিপসের প্যাকেট চুরি করেনি সে। এবার একইভাবে বাজারে অপমানিত হয়ে আত্মঘাতী হল ক্লাস নাইনের ছাত্র।

সূত্র: টিভি নাইন
এনএন/ ২৬ জুলাই ২০২৫



আরো খবর: