শিরোনাম ::
পাকিস্তানের লাহোর-ইসলামাবাদ মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, ৯ বাসযাত্রী নিহত ৮টি আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার গাজায় বিমান থেকে খাদ্যপণ্য ফেলা শুরু করেছে আরব আমিরাত ও জর্ডান এনসিপির পদযাত্রায় নাশকতা পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেতা আটক জুলাই শহীদদের আবাসন প্রকল্প অনুমোদন পায়নি একনেকে বিদেশি চিকিৎসক দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা কুতুবদিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামাআতের অভিষেক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জুলাই জাগরনী ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত বন্যপ্রাণী সংরক্ষণে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে গঠিত হবে ছাত্র বলয় রামুতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মধ্যরাতে এক নায়ক আমার বেডরুমে ঢুকতে চান

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
মধ্যরাতে এক নায়ক আমার বেডরুমে ঢুকতে চান


মুম্বাই, ০৫ অক্টোবর – অভিনয়ে এখন খুব একটা সরব নন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ক্যারিয়ারে বেশ কিছু সিনেমা উপহার দিয়ে দর্শকদের নজর কাড়েন তিনি। সামনে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন একটি সিনেমা। বর্তমানে তা নিয়েই ব্যস্ত। এসবের মাঝেই হঠাৎ অভিনেত্রী জানালেন, মধ্যরাতে এক নায়ক নাকি মল্লিকার বেডরুমে ঢুকতে চেয়েছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই অভিযোগ করেন এই অভিনেত্রী। যা মুহূর্তেই ভাইরাল নেটদুনিয়ায়। সেখানে মল্লিকা বলেন, ‘দুবাইয়ে বড় একটি সিনেমার শুটিং করছিলাম। ওই সিনেমায় একাধিক তারকা অভিনয়শিল্পী অভিনয় করেন। মুক্তির পর ‘সুপারহিট’ হয় সিনেমাটি। এতে কমেডি চরিত্রে অভিনয় করেছি।

অভিনেত্রী আরও বলেন, এ সিনেমার নায়ক মধ্যরাতে আমার হোটেল রুমের দরজায় নক করে হেনস্তা করতেন। একবার রাত ১২টায় দরজায় টোকা দিয়েছিলেন। মনে হয়েছিল, দরজা ভেঙে ফেলবেন। আমি বলেছিলাম না, এটা হতে পারে না। এরপর ওই নায়ক আর কোনো সিনেমায় কাজ করেননি আমার সঙ্গে।

তবে ওই নায়ক কিংবা সিনেমার নাম উল্লেখ করেননি মল্লিকা। তবে ভিডিও দেখে অনেকের দাবি— এটি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়েলকাম’। সিনেমাটিতে একঝাঁক তারকা অভিনয় করেছেন। এতে কমেডি চরিত্রে দেখা যায় মল্লিকাকে। সিনেমাটির শুটিং দুবাইয়ে হয়েছিল।

প্রসঙ্গত, মল্লিকার পরবর্তী সিনেমা ‘ভিকি আউর বিদ্যা কা ওয়ালা ভিডিও’। এটি নির্মাণ করেছেন রাজ শান্ডিলিয়া। মল্লিকা ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন, তৃপ্তি দিমরি, রাজকুমার রাও, বিজয় রাজ, রাকেশ বেদি, অর্চনা পুরান সিং, টিকু তালসানিয়া, মুকেশ তিওয়ারি প্রমুখ। আগমী ১১ অক্টোবর সিনেমাটির মুক্তির কথা রয়েছে।

আইএ/ ০৫ অক্টোবর ২০২৪





আরো খবর: