কক্সবাজারের রামুতে একটি বাসে তল্লাশি চালিয়ে ৮০০০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা।
বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলছিল। এ সময় কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি বাস থামানো হয়। বাসের যাত্রী জান্নাতুল বকেয়া (২৬)-এর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে সে ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করে।
এরপর বিজিবির ডগ স্কোয়াডের সদস্য ‘জুলিয়া’ দিয়ে তার ব্যাগ তল্লাশি করা হলে, ব্যাগের ভেতরে বিশেষ উপায়ে লুকিয়ে রাখা ৮০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটককৃত জান্নাতুল বকেয়া উখিয়ার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ নিদানীয়া গ্রামের রবি মোল্লার স্ত্রী।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান দমনে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত জান্নাতুল বকেয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।