শিরোনাম ::
শিক্ষা সংস্কারে ৩০ দফা প্রস্তাবনা পেশ করলো ইসলামী ছাত্রশিবির নেত্রকোনায় পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ৩ শ্রমিক নিহত, আহত ২ আড়িপাতার যন্ত্র কেনা ও ব্যবহার খতিয়ে দেখতে কমিটি গঠন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও প্রধান বিচারপতির মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন মহেশখালীর ওসিকে ‘উলঙ্গ’ করার হুমকি : বিএনপি নেতার পদ স্থগিত কক্সবাজার ইস্যুতে ‘গরম’ ছিল এনসিপির সাধারণ সভা ‘লোকটা হঠাৎ প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে দেয়’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কর্মসূচির প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা লঘুচাপের প্রভাবে দেশের ৪ সমুদ্রবন্দর ও সাত নদীবন্দরে সতর্ক সংকেত
August 14, 2025, 9:19 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

মহেশখালীর ওসিকে ‘উলঙ্গ’ করার হুমকি : বিএনপি নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক::
আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

কক্সবাজারের মহেশখালী থানার ওসিকে ‘উলঙ্গ’ করে বের করে দেয়ার হুমকি দিয়েছেন সেখানকার পৌর বিএনপির আহবায়ক।

বক্তব্যের একদিন পরেই মহেশখালী থানার ওসিকে হুমকি এবং সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে আকতার হোসেনের সব পদ স্থগিত করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মহেশখালী থানার ওসিকে অশোভন গালাগাল করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহবায়ক আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।”

জানা যায়, মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম শফির স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে থানার ওসিকে ঘিরে এমন ক্ষোভ উগরে দেন মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেন। বক্তব্যে তিনি ওসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। যা প্রকাশ অযোগ্য।

তার অভিযোগ, ওসি রাজনৈতিকভাবে পক্ষপাত আচরণ করছেন এবং টাকার বিনিময়ে মামলা গ্রহণ করছেন।

বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় মহেশখালী পৌরসভার দীঘির পাড়ে আয়োজিত স্মরণসভায় আকতার হোসেন ওসিকে উদ্দেশ করে একের পর এক অভিযোগ তোলেন।

বিএনপি নেতার এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার ওসি মনজুরুল হক জানান, তিনি এখনো ওই বক্তব্যের ভিডিও দেখেননি ও শোনেননি।

‘অকথ্য ভাষায়’ বক্তব্যের প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেবেন কি-না জানতে চাইলে ওসি মনজুরুল হক বলেন, “দেখি, এখনো চিন্তা করিনি।” ওসি মনজুরুল হক চলতি বছরের ২০ মে মহেশখালী থানায় যোগদান করেন।

এ ধরণের বক্তব্যের বিষয়ে জানতে মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: