শিরোনাম ::
জি কে শামীমের খালাসের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের আবেদন গাজীপুরে অসামাজিক কার্যকলাপে জড়িত দশ নারীসহ গ্রেপ্তার ১৩ কুমিল্লায় প্রাইভেটকারের চাপায় প্রাণ গেলো মা-মেয়ের কী কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফারুকী, জানালেন স্বাস্থ্যের ডিজি মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার উপদেষ্টা ফারুকীর সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানালেন তিশা গাজীপুরে আগুনে পুড়ল ৪টি ঝুট গুদাম মাথার ত্বকেও হতে পারে ব্রণ! কী করলে মিলবে মুক্তি? গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৭০, অনাহার-অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ১০ লাখের ৪০ ভাগই বেকার!
August 17, 2025, 11:54 am
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

মাথার ত্বকেও হতে পারে ব্রণ! কী করলে মিলবে মুক্তি?

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, আগস্ট ১৭, ২০২৫


ব্রণ শুধু মুখ বা শরীরের অন্য অংশে হয়, এমন ধারণা সঠিক নয়। অনেক সময় মাথার ত্বকেও ছোট ছোট ফুসকুড়ি বা ব্রণ দেখা দেয়। যা অস্বস্তি, চুলকানি এমনকি ব্যথারও কারণ হতে পারে।

মাথায় ব্রণ হলে চুল আঁচড়াতে কষ্ট হয়, কখনো পুঁজ বের হয় আবার সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়।

কিন্তু মাথায় কেন ব্রণ হয়?

১. অতিরিক্ত তেল ও ময়লা জমা : মাথার ত্বকে অতিরিক্ত তেল নিঃসৃত হলে রন্ধ্র বন্ধ হয়ে যায়। ফলে সেখানে ব্যাকটেরিয়া জমে ব্রণ হয়।

২. চুলের যত্নে ব্যবহৃত প্রসাধনী : ভারী হেয়ার অয়েল, জেল বা কন্ডিশনার অনেক সময় রন্ধ্রে তেল-চর্বি আটকে দিয়ে ব্রণের সৃষ্টি করে।

৩. অতিরিক্ত ঘাম : গরমে বা ব্যায়ামের পর মাথায় ঘাম জমে গেলে তা পরিষ্কার না করলে ব্রণ হতে পারে।

৪. অপরিচ্ছন্নতা : নিয়মিত চুল না ধুলে ধুলো, ময়লা ও মৃত কোষ জমে গিয়ে ফুসকুড়ির সমস্যা বাড়ায়।

৫. অ্যালার্জি বা সংবেদনশীলতা : অনেকের ক্ষেত্রে শ্যাম্পু বা প্রসাধনীর রাসায়নিক উপাদান মাথায় ব্রণ তুলতে পারে।

৬. খাদ্যাভ্যাস ও হরমোনের সমস্যা : তেল-ঝাল খাবার বেশি খাওয়া, হরমোনের ওঠানামা বা মানসিক চাপও মাথার ব্রণ বাড়াতে পারে।

মাথায় ব্রণ হলে কী করবেন?

১. পরিচ্ছন্নতা বজায় রাখুন : নিয়মিত হালকা শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার রাখুন। বেশি ঘামলে বা ধুলোবালিতে বের হলে বাড়ি ফিরে অবশ্যই চুল ধুয়ে নিন।

২. হালকা শ্যাম্পু ব্যবহার করুন : সালফেট-মুক্ত ও অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্রণ নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করুন।

৩. চুলের প্রসাধনী কম ব্যবহার করুন : ভারী তেল, ওয়াক্স, জেল বা স্প্রে ব্যবহার করলে রন্ধ্র বন্ধ হয়ে যায়। তাই এসব যতটা সম্ভব এড়িয়ে চলুন।

৪. খোঁচাখুঁচি করবেন না : ব্রণ খোঁটালে সংক্রমণ বেড়ে যেতে পারে এবং দাগও থেকে যায়।

৫. চুল শুকনো রাখুন : ভেজা বা ঘামে ভেজা চুল বেশি সময় বাঁধা অবস্থায় রাখবেন না। এতে জীবাণু বেড়ে সমস্যা বাড়ায়।

৬. খাদ্যাভ্যাসের পরিবর্তন আনুন : প্রচুর পানি খান, শাকসবজি ও ফল খান। তেল-ঝাল, ভাজাপোড়া খাবার খাওয়া কমিয়ে দিন।

৭. মানসিক চাপ কমান : স্ট্রেসের কারণে হরমোনের ভারসাম্য নষ্ট হয় ও ব্রণ বাড়ে। তাই পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি জরুরি।

মাথায় ব্রণের পরিমাণ বেড়ে গেলে ও দীর্ঘদিনেও না সারলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পুঁজ, ব্যথা বা রক্তপাত দেখা দিলে সতর্ক হতে হবে।

এনএন

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মাথার ত্বকেও হতে পারে ব্রণ! কী করলে মিলবে মুক্তি? first appeared on DesheBideshe.



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: