শিরোনাম ::
আগামী হজ কার্যক্রমে অংশ নিতে প্রথম পর্যায়ে অনুমতি পেল ১৫৫ এজেন্সি চকরিয়ায় তাণ্ডব চালিয়ে গরীব কৃষকের ঢেঁড়শ ক্ষেত গুড়িয়ে দেয়ার অভিযোগ চকরিয়ায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা উঠান থেকে মরদেহ উদ্ধার পাকিস্তানের লাহোর-ইসলামাবাদ মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, ৯ বাসযাত্রী নিহত ৮টি আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার গাজায় বিমান থেকে খাদ্যপণ্য ফেলা শুরু করেছে আরব আমিরাত ও জর্ডান এনসিপির পদযাত্রায় নাশকতা পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেতা আটক জুলাই শহীদদের আবাসন প্রকল্প অনুমোদন পায়নি একনেকে বিদেশি চিকিৎসক দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা কুতুবদিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামাআতের অভিষেক অনুষ্ঠিত
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মিয়ানমারের অভ্যন্তরে দাফায় দফায় গোলাগুলি, নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির কড়া নজরদারি

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমার অংশে ফের থেমে থেমে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে, যা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সীমান্তবর্তী গ্রামগুলোতে। দীর্ঘ সাত মাসেরও বেশি সময় পর এমন গোলাগুলির শব্দে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (২৭ জুলাই) দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও, স্থানীয়রা জানান—শনিবার সকাল থেকেই নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী পাঁচটি আন্তর্জাতিক পিলার (৪৪, ৪৫, ৪৬, ৪৮ ও ৪৯) সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যের ভেতরে দফায় দফায় সংঘর্ষ চলছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই সংঘর্ষ মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর (আরসা ও আরএসও) মধ্যে ত্রিমুখী সংঘাত হতে পারে। গোলাগুলির সময় ছোড়া গুলির কয়েকটি খোসা বাংলাদেশের ভেতরেও পড়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

সূত্র আরও জানায়, রাখাইনে প্রায় দুই বছর ধরে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে লিপ্ত রয়েছে আরাকান আর্মি। বর্তমানে রাজ্যের বড় একটি অংশ এই বিদ্রোহী সংগঠনের নিয়ন্ত্রণে রয়েছে। পালিয়ে যাওয়া সেনাসদস্যদের ফেলে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ দখলে নিয়ে সেগুলোর কার্যকারিতা পরীক্ষার জন্যও গুলি চালানো হয়ে থাকতে পারে বলে অনেকে মনে করছেন।

এদিকে নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে। ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ শোনা গেলেও বাংলাদেশের ভেতরে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। তবে আমরা সতর্ক অবস্থানে আছি এবং স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সচেতনভাবে চলাফেরা করার পরামর্শ দেওয়া হচ্ছে।”

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম জানান, সীমান্তের পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন ও বিজিবি একসঙ্গে কাজ করছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি জানান।


আরো খবর: