শিরোনাম ::
August 2, 2025, 8:08 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

মোদিকে জেলেনস্কির চিঠি – DesheBideshe

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩
মোদিকে জেলেনস্কির চিঠি - DesheBideshe


কিয়েভ, ১২ এপ্রিল – অতিরিক্ত মানবিক সহায়তা চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চিঠিটি ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা ভারতের উপ-পররাষ্ট্রমন্ত্রী মীনাক্ষী লেখির কাছে হস্তান্তর করেন।

রোববার থেকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রথম ইউক্রেনীয় মন্ত্রী হিসেবে দিল্লি সফর করছেন ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী জাপারোভা। চিঠিতে ওষুধসহ চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম পাঠানোর অনুরোধ জানান জেলেনস্কি।

কিয়েভের জন্য মানবিক সহায়তাই নয়, রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেনের অবকাঠামো নতুন করে পুনর্গঠনের জন্য ভারতীয় বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসারও অনুরোধ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার নতুন সুযোগ এসেছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। এক টুইট বার্তায় ইউক্রেনকে মানবিক সহায়তার বিষয়ে আশ্বস্ত করেছেন মীনাক্ষী।

ভারতে আগামী সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে জেলেনস্কির অংশগ্রহণের কথা রয়েছে। তবে এ বিষয়ে দিল্লির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর প্রথমদিকে দেশটিতে জেলেনস্কির সরকারকে মানবিক সহায়তা পাঠায় ভারত। মিত্র রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে জোরালো অবস্থান না নিলেও আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ অবসানের আহ্বান জানিয়ে আসছে দেশটি।

সূত্র : বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ এপ্রিল ২০২৩





আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: