ওয়াশিংটন, ১৫ আগস্ট – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগমুহূর্তে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পুতিন যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।
শুক্রবার (১৫ আগস্ট) পুতিনের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কায় যাওয়ার পথে ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।
বাংলাদেশ সময় শুক্রবার দিনগত রাত ১টায় ট্রাম্প ও পুতিনের মধ্যে বহুল আলোচিত এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
এএফপি জানিয়েছে, অনুষ্ঠিতব্য বৈঠকটি অন্তত ছয় থেকে সাত ঘণ্টা চলতে পারে।
বিষয়টি নিশ্চিত করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বৈঠকটি ন্যূনতম ছয় থেকে সাত ঘণ্টা চলবে। বৈঠকটি ‘ফলপ্রসূ’ হবে বলে মস্কো প্রত্যাশা করে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৫ আগস্ট ২০২৫