কক্সবাজারের রামুতে গ্রামবাসীর তৎপরতায় পাচারকালে ধরা পড়লো ২৮ হাজার ইয়াবা ট্যাবলেট। এসময় পাচারে ব্যবহৃত মোটর সাইকেল ফেলে সটকে পড়ে পাচারকারি।
শনিবার, ২৫ জুলাই রাত ১০ টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পান্জেখানা-সোনাইছড়ি রোড দিয়ে আসা একটি মোটরসাইকেলকে সন্দেহ হলে স্থানীয়রা ধাওয়া করে। একপর্যায়ে চালক বাইকটি রেখে পালিয়ে যায়। পরে সেখানে রাখা একটি বিস্কুটের কার্টুন খুলে স্থানীয়রা দেখতে পান ২৮ হাজার টি ইয়াবা।
খবর পেয়ে রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যান। পুলিশ ইয়াবা ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, সোনাইছড়ি রোড দিয়ে নিয়মিত মাদক চোরাচালান হয়ে থাকে। এলাকাটি মাদক পাচারকারীদের জন্য গোপন রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে স্থানীয়দের নজরদারির কারণে এবার বড় চালান ধরা পড়েছে।
রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান, “পুলিশ স্থানীয়দের সহায়তায় পরিত্যক্ত অবস্থায় ২৮ হাজার ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করে। এখন মাদক কারবারিরা নতুন কৌশলে ইয়াবা পাচার করছে। তবে স্থানীয়রা সতর্ক থাকলে এসব ঠেকানো সম্ভব। আমরা তদন্ত শুরু করেছি এবং জড়িতদের খুঁজে বের করতে কাজ করছি। মাদক কারবারিদের শনাক্ত করতে আশপাশের এলাকা ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।”