নিজস্ব প্রতিবেদক::
সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার পলাতক আসামি রুস্তম আলীকে (৪০) কক্সবাজারের রামু থানাধীন বৈদ্য পাড়া, রাস্তার মাথা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় র্যাব-১৫, সদর ব্যাটালিয়নের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, কক্সবাজার জেলার রামু থানাধীন এলাকায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজারের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছিল।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুস্তম আলীকে আটক করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত রুস্তম আলী রামুর ইদগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খুরুলিয়া মোড় এলাকার মো. হোছনের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।