নিজস্ব প্রতিবেদক::
সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার পলাতক আসামি মো. আবু তালেব (৪২) কে কক্সবাজারের রামু থানাধীন কাউয়ারখোপ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় র্যাব-১৫, সদর ব্যাটালিয়নের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, কক্সবাজার জেলার রামু থানাধীন এলাকায় বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজারের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু তালেবকে আটক করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন, একটি প্রেস আইডি কার্ড ও নগদ ১,৪০০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আবু তালেব রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজির পাড়া এলাকার মো. মোবাশ্বের আহমদের ছেলে।
র্যাব আরও উল্লেখ করেছে যে, আটককৃত আবু তালেব নিজেকে এলাকায় সাংবাদিক পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছিল।
তার বিরুদ্ধে রামু থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা নং ১৮/৩১২, তারিখ: ০৬/০৬/২০২৫, ধারা-৬(২)/৭/১০/১২ চলমান রয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।