শিরোনাম ::
কক্সবাজার বর্ডার গার্ড পাবলিক স্কুলের নতুন নাম ‘শহীদ এলাহী মনজুর চৌধুরী পাবলিক স্কুল’ টেকনাফে ৩ লাখ টাকার সামুদ্রিক মাছসহ অবৈধ ট্রলিং বোট জব্দ মহেশখালীর অদূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল অবস্থায় ভেসে থাকা ১৮ জন জেলে উদ্ধার ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে একমত রাজনৈতিক দলগুলো মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে আহত-নিহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন জুলাইয়ের প্রথম ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১ দশমিক ৭০ বিলিয়ন ডলার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য জাকের আলীর শিল্পীদের কাছে জাতি আরেকটু দায়িত্বশীলতা আশা করে শিল্পীদের কাছে জাতি আরেকটু দায়িত্বশীলতা আশা করে মাইলস্টোন ট্র্যাজেডি, ঢাকায় এসেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সাভারে পুলিশের এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যায় ট্রাইব্যুনালে মামলা

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫




ঢাকা, ১১ মার্চ – সাভারে জুলাই আন্দোলনের সময় পুলিশের এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) থেকে ফেলে গুলি করে আসহাবুল ইয়ামিনকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, যাদের মধ্যে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা রয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) এ ঘটনায় নতুন একটি মামলা দায়ের করেছে প্রসিকিশন।

গত ১৮ জুলাই ঢাকার সাভারে সেদিন রাজধানীর চানখারপুলে ছাত্র-জনতার ওপর চায়নিজ রাইফেল দিয়ে ২৪ রাউন্ড গুলি করার প্রমাণ মিলেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম গণমাধ্যমকে বলেন, প্রসিকিউশনের পক্ষ থেকে ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। এ ১০ জনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা রয়েছেন।

এদিন রাজধানীর চানখারপুলে ৭ জনকে হত্যা মামলায় বিচারকের সামনে হাজির করা হয় কনস্টেবল নাসিরুলকে।  তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। প্রসিকিউশন বলছে, ছাত্র-জনতার ওপর চায়নিজ রাইফেল দিয়ে ২৪ রাউন্ড গুলি করার প্রমাণ রয়েছে।

এখন পর্যন্ত জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় আনুষ্ঠানিকভাবে ২০টি মামলার দায়ের হয়েছে বিশেষ ট্রাইব্যুনালে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১১ মার্চ ২০২৫

 



আরো খবর: