সুনামগঞ্জ, ১৫ আগস্ট – সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর গ্রামে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার লক্ষীপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জিরাগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মনাফের ছেলে আব্দুল মতিন (৫০), তিনি বীর মুক্তিযোদ্ধা কাকন বিবির মেয়ে সখিনা বিবির জামাই।
অন্যদিকে বুকে ছুরিকাঘাতে রক্তক্ষরণ হয়ে মারা গেছেন লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকবর আলী (৪০)। এ ছাড়াও উভয় পক্ষের আর ৪ থেকে ৫ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর গ্রামের মাঠে ফুটবল খেলছিল জিরাগাঁও ও লক্ষীপুর গ্রামের ছেলেরা। খেলায় লক্ষ্মীপুর গ্রামের আকবর আলীর ভাই ফারুক মিয়া ও খালাতো ভাই খেলু মিয়া জিরাগাঁও গ্রামের আব্দুল মতিনের ছেলে জাকারিয়াকে মারধর করে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৫ আগস্ট ২০২৫