শিরোনাম ::
রোহিঙ্গা ক্যাম্পে জুসের সঙ্গে চেতনানাশক খাইয়ে মা-মেয়েকে ধর্ষণ, গ্রেফতার ২ উখিয়ায় সৈয়দ নুর হত্যাকাণ্ডের মূলহোতাসহ আটক ৩, মোটরসাইকেল উদ্ধার উখিয়ায় চুরির উদ্দেশ্যে দোকানে প্রবেশ করতে গিয়ে যুবকের মৃত্যু কক্সবাজার ও উখিয়ায় ইয়াবা বিরোধী ঝটিকা অভিযান: দুইজন আটক, ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে- ঘুমধুমে ৩৪ বিজিবির অধিনায়ক মরিচ্যা যৌথ চেকপোস্টে ২৬ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক রোহিঙ্গাদের রেশন সামগ্রী পাচারকালে বিপুল পরিমাণ পণ্যসহ আটক ১ জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেছিলেন পাইলট তৌকির: আইএসপিআর উখিয়ায় ব্যবসায়ীকে অপহরণের চারদিন পর গহিন পাহাড় থেকে লাশ উদ্ধার উখিয়ায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস চালু
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

‘আমার তো ফ্যামিলি আছে, মান-ইজ্জত আছে’

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৪ জুন, ২০২৩


ঢাকা, ০৪ জুন – অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহ বিনতে কামালের ছবি ও ভিডিও ক্লিপ প্রকাশ পাওয়ার পর মুহূর্তেই সেগুলো ভাইরাল হয়ে যায়। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন রাজ-সুনেরাহ।

যদিও এর জন্য সুনেরাহকেই দায়ী করেন পরীমনি। অপরদিকে সুনেরাহ আঙুল তুলেছেন পরীমণির দিকে। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে কথা বলেন, সুনেরাহ।

অভিনেত্রী বলেন, হঠাৎ আমার ফোনে কল আসা শুরু হয়। পরে আমি অনলাইনে গিয়ে দেখে হতবাক হয়ে যাই। এই ভিডিও তিন বছর আগের। আমি জানতামই না যে, এ ধরনের ভিডিও আছে।

অভিনেত্রী আরও বলেন, ভিডিওটি দেখার পর প্রথমে রাজকে ফোন দিই আমি। বলি এটা কি তুই করেছিস। পরে রাজ বলে, সুনেরাহ তোর কি মনে হয় আমি করেছি? আমি শুধু তোকে জিজ্ঞেস করছি, তুই বল? ওর ভয়েসে খুব কান্না ছিল।

পরে রাজ আমাকে বলে, বুঝতে তো পারছিস কে করেছে? পরে রাজকে বললাম, তোর তো পাবলিকলি কথা বলা উচিৎ। বিষয়টি পরিষ্কার করতে হবে। কারণ, মানুষ আমাকে ভুল বুঝতেছে।

সুনেরাহ বলেন, পরে দেখি পরীমনি আমাকে মেনশন দিয়ে দোষারোপ করছে। অথচ আমি এ বিষয়ে কিছুই জানতামই না। শুধু তাই নয়, পরীমনি বলছে, রাজ আমার সঙ্গে ছিল। অথচ কোনো যোগাযোগই ছিল না। এটা কল রেকর্ড এবং লোকেশন চেক করলেই পাওয়া যাবে।

তিনি বলেন, আমার তো আসলে ফ্যামিলি আছে, মান-ইজ্জত আছে। বিষয়টি মানুষ সব কিছু বুঝছে। পরীমনির সংসারভাঙার ক্ষেত্রে আমার কোনো ইনভলভমেন্ট নেই। এ বিষয়টি রাজও এবং আমি দুজনেই ক্লিয়ার করেছি। যে কেউ তদন্ত করলে সত্যটা বেরিয়ে আসবে। আমি চাই, তদন্ত হোক। বিশেষ করে ফোনের লোকেশন চেক করা হোক। কে কোথায় ছিল।

আইএ/ ০৪ জুন ২০২৩


আরো খবর: