শিরোনাম ::
জেলখানায় বন্দিদের সংশোধিত হওয়ার সুযোগ থাকতে হবে থানায় ঢুকে এএসআইকে ছুরিকাঘাত, পুকুরে লাফিয়ে উধাও হামলাকারী বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে চীনা মেডিকেল টিম ঢাকায় আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স একটি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা এই রাষ্ট্র আমাদের দেয়নি গাজীপুরে শেখ রেহানার স্বামী ও ছেলের ৩৫৪ শতাংশ জমি জব্দের আদেশ বাংলাদেশের স্বার্থে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে চূড়ান্ত শুল্ক আলোচনা ২৯ জুলাই থাই-কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা, বাংলাদেশিদের দূতাবাসের সতর্কবার্তা টানা দু দফা বাড়ার পর এবার দেশের বাজারে কমলো সোনার দাম
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বাংলাদেশ চতুর্থ প্রযুক্তি শিল্প বিপ্লবে এগিয়ে চলছে -উখিয়ায় জেলা প্রশাসক

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৫ জুলাই, ২০২৩

কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেছেন বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের এগিয়ে চলছে । দেশ এখন অনেক পরিবর্তন হয়েছে। পৃথিবীটা বলতে গেলে হাতের মুটোয় । একটু চেষ্টা করলেই জয় করায় সম্ভব। একটি ছোট্ট উদ্যোগ মানুষের জীবনকে বদলে দিতে পারে। প্রযুক্তি শিল্পের কথা উল্লেখ করে তিনি আরো বলেন চাকুরী পিছনে না ছুটে নিজেদের জ্ঞান মেধা অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার বিশাল সুযোগ রয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় উখিয়া উপজেলার আধুনিকায়নকৃত ও পুনঃ সংস্করণকৃত অডিটোরিয়াম শুভ উদ্বোধন এবং ফ্রিল্যান্সিং ও সেলাই প্রশিণার্থীদের মধ্যে সাটিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কথা বলেন ।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোছাইন সজীবের সভাপতিত্বে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঞ্জন বড়ুয়া রাজন, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন , উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন উপসহকারী প্রকৌশলী সোহরাব হোসেন, উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি ম্যানেজার (ডিজিএম) মোঃ ইব্রাহীম,উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


আরো খবর: