শিরোনাম ::
বাংলাদেশে চীনের জরুরি চিকিৎসা-সামগ্রী হস্তান্তর “বাবা আমি ভুল করিনি, সুইসাইড নোটে লিখে আত্মহত্যা করলো নবম শ্রেণির ছাত্র! গ্রিসে ঘুরতে আসা ইসরায়েলির কান ছিঁড়ে ফেললেন সিরীয় নাগরিক সিঙ্গাপুরের ব্যস্ত সড়কে হঠাৎই দেবে গেল রাস্তা, চলন্ত গাড়ি পড়লো গর্তে মাইলস্টোনে বিমান বিধ্বস্তে দগ্ধদের দেখতে গেলেন প্রধান উপদেষ্টা দেশের তরুণ সমাজই ডিজিটাল রূপান্তরের প্রধান চালিকাশক্তি সাবেক এমপির বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা দাবি, আটক ৫ চকরিয়ায় দিনেদুপুরে গরীব পরিবারের উপর ফিল্মিস্টাইলে সন্ত্রাসী হামলা, মা-ছেলেকে কুপিয়ে জখম মাসিক ভাতার পাশাপাশি জুলাই যোদ্ধারা আরও যেসব সুবিধা পাবেন চকরিয়ায় পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণ,আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি আসামীর
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শ্বশুর হলেন আমির, বর–কনের অভিনব বিয়ের পোশাক

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
শ্বশুর হলেন আমির, বর–কনের অভিনব বিয়ের পোশাক


মুম্বাই, ০৪ জানুয়ারি – নূপুর শিখরে ও ইরা খান প্রায় চার বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ে করলেন। ২০২০ সালে তারা একে অন্যের প্রেমে পড়েন। এরপর গত বছর পরিবারের উপস্থিতিতে বাগদান সারেন তারা। আর ৩ জানুয়ারি চার হাত এক হলো তাদের।

বিয়ের আগে নূপুরকে জগিংয়ে যেতে দেখা যায়। সেখান থেকে ফিরেই তিনি ঢোলের তালে তালে নাচ করতে করতে বিয়ে বাড়িতে ঢোকেন।

প্রকাশ্যে এসেছে ইরা খান ও নূপুর শিখরের বিয়ের ছবি। ইরা খানের পরনে লেহেঙ্গা। অন্যদিকে নূপুর শিখরের পরনে কেবলই স্যান্ডো গেঞ্জি এবং বক্সার। তাদের ঘিরে দাঁড়িয়ে আছেন পরিবারের লোকজন। সকলের উপস্থিতিতে সই করে বিয়ে করলেন তারা।
মেয়ের বিয়েতে আমির খানকে বেইজ রঙের একটি পঞ্জাবি এবং গোলাপি পাগড়িতে দেখা গেছে। তার পাশেই দাঁড়িয়ে তার প্রথম স্ত্রী এবং ইরার মা রীনা দত্ত। মঞ্চে এদিন আমির খানের দ্বিতীয় এবং প্রাক্তন স্ত্রী কিরণ রাওকেও দেখা যায়। তিনি ইরা নূপুরের বিয়ের মুহূর্ত ফোনে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন। মঞ্চে ছিলেন নূপুরের পরিবারের লোকজনও।

ইরা এবং নূপুর সই করে বিয়ে করতেই উপস্থিত সকল অতিথি চিৎকারে ফেটে পড়েন। সকলকেই ফোনে এই বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করতে দেখা যায়। গোটা মঞ্চ ও বিয়ে বাড়িটিকে সাদা ফুল ও আলোর মালায় সাজানো হয়।

আইএ/ ০৪ জানুয়ারি ২০২৪





আরো খবর: