শিরোনাম ::
অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে খাবার ফেলল ছয়টি দেশ দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শরীয়তপুরে এনসিপির ২ নেতার পদত্যাগ কলকাতা থেকে ফিরে গ্রেপ্তার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন আ. লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারব শাহবাগে ‘জুলাই যোদ্ধা’দের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি শান্ত দেশের প্রায় ৪ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার, বান্দরবানে সবচেয়ে বেশি ৩৩ বছরের অপেক্ষার অবসান, অবশেষে জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কথা বলে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ হাইকমিশন শুল্ক কমানোয় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানালেন বিএনপি মহাসচিব
August 2, 2025, 12:49 am
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

উখিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি, চার ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪

শহিদ রুবেল::

উখিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ আহমদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। অভিযানে পণ্যের মূল্য তালিকা না থাকা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে চারজন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, অভিযানকালে উখিয়া বাজারে মূল্য তালিকা না থাকায় ছৈয়দ আকবর এবং আলমঙ্গীর নামে দুইজন মুরগি ব্যবসায়ীকে যথাক্রমে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে তরকারির দোকানগুলোতে মূল্য তালিকা প্রদর্শন না করায় পণ্যের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে তরকারি ব্যবসায়ী জসিমকে ৩ হাজার টাকা ও সরওয়ারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এইসময় ৪ টি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও অভিযানের সময় দোকান রেখে পালিয়ে যাওয়া খাইরুল বশরকে সতর্ক করে পরবর্তী অভিযানে সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ আহমদ বলেন, “নিত্যপণ্যের বাজারে মূল্য তালিকা থাকা বাধ্যতামূলক। এছাড়া, অতিরিক্ত মূল্য আদায় এবং ক্রেতাদের হয়রানি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উখিয়া উপজেলার সকল বাজারেই পর্যায়ক্রমে এ কার্যক্রম চলবে। জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন সবসময় কাজ করবে।”

প্রশাসনের এই কার্যক্রমে সাধারণ ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন এবং বাজারে নিয়মিত তদারকির মাধ্যমে ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য প্রশাসনের পদক্ষেপ অব্যাহত রাখার অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: