শিরোনাম ::
নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় ৭১ মিয়ানমার নাগরিককে স্বদেশে ফেরত পাঠালো বিজিবি কক্সবাজার বর্ডার গার্ড পাবলিক স্কুলের নতুন নাম ‘শহীদ এলাহী মনজুর চৌধুরী পাবলিক স্কুল’ টেকনাফে ৩ লাখ টাকার সামুদ্রিক মাছসহ অবৈধ ট্রলিং বোট জব্দ মহেশখালীর অদূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল অবস্থায় ভেসে থাকা ১৮ জন জেলে উদ্ধার ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে একমত রাজনৈতিক দলগুলো মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে আহত-নিহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন জুলাইয়ের প্রথম ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১ দশমিক ৭০ বিলিয়ন ডলার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য জাকের আলীর শিল্পীদের কাছে জাতি আরেকটু দায়িত্বশীলতা আশা করে শিল্পীদের কাছে জাতি আরেকটু দায়িত্বশীলতা আশা করে
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

দাবানলে আবাসন হারালেন হলিউড হিলের যেসব তারকারা

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানলে এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়ে পড়েছেন প্রায় ২ লাখ মানুষ। হলিউডের কাছে হওয়ায় এখানে অনেক বিশ্বখ্যাত তারকাদের বাড়ি ছিল।আগুনে ধ্বংস হয়ে গেছে তাদের বাড়িও।

মেল গিবসন:

হলিউড তারকা মেল গিবসন জানিয়েছেন হলিউডে অবস্থিত তার দীর্ঘদিনে বাসা পুড়ে গেছে। জো রিগানের পডকাস্টে কথা বলার সময় তিনি এই খবর জানতে পারেন। খবর পাওয়ার পর ব্রেইভহার্ট ও ম্যাড ম্যাক্স তারকা নিউজন্যাশনকে বলেন, ‘দীর্ঘদিন ধরে সেখানে ছিলাম আমি, সেখানেই আমার সব জিনিসপত্র। এই ”জিনিসপত্রের বোঝা” থেকে মুক্তি পেলাম আমি। কারণ এখন সবই ছাই হয়ে গেছে।’

স্যার অ্যান্থনি হপকিন্স:

সাইলেন্স অব দ্য ল্যাম্বস ও দ্য ফাদার—দুটি চলচ্চিত্রের জন্য অস্কার জেতা এই কিংবদন্তি অভিনেতারও দুটি বাড়ি পুড়েছে এই দাবানলে। তিনি বলেন, ‘(দাবানলের ধ্বংসযজ্ঞের পর) আমাদের সঙ্গে শুধু নিজেদের ভালোবাসাটুকুই রয়ে যাবে।’

‘ক্রেজি হার্ট’ ছবির জন্য অস্কার জেতা, দ্য বিগ লেবস্কি এবং আইরন ম্যানের মতো অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করা এই বর্ষীয়ান অভিনেতাও দাবানলে মালিবুতে অবস্থিত তার বাড়ি হারিয়েছেন।

প্যারিস হিলটন:

৪৩ বছর বয়সী মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব, মডেল ও ব্যবসায়ী হিলটন এই দাবানলে মালিবু সৈকতের পাশে অবস্থিত তার বাড়ি হারিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, টিভিতে সরাসরি এই ধ্বংসযজ্ঞ দেখেছেন তিনি। ‘এটা কত হৃদয়বিদারক তা সত্যিই ভাষায় প্রকাশ করা যাবে না,’ বলেন হিলটন।

এ ছাড়াও টপ গান মেইভরিক তারকা মাইলস টেলার, টিভি শো ‘শিটস ক্রিক’ তারকা ইউজিন লেভি, ‘দিস ইজ আস’ তারকা ম্যান্ডি মুর ও মিলো ভেন্টিমিলিয়া, অভিনেতা অ্যাডাম ব্রডিও দাবানলে বাড়ি হারিয়েছেন।

আইএ/ ১৪ জানুয়ারি ২০২৫



আরো খবর: