শিরোনাম ::
কক্সবাজারে এনসিপির নেতারা সত্য উন্মোচন করেছেন : নাহিদ টেকনাফে একরামুল হত্যা: সাবেক এমপি বদিকে জিজ্ঞাসাবাদের অনুমতি কক্সবাজারে প্রতিবাদ মিছিলে বক্তব্যের পর বিএনপি নেতার মৃত্যু টেকনাফে চাকমা যুবক অপহরণের ঘটনায় আটক ৫ সৈয়দ নূরের আকস্মিক মৃত্যু দলের জন্য এক অপূরণীয় ক্ষতি- শাহজাহান চৌধুরী চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ: ইসলামি আন্দোলন এর পরও আমাকে ‌‘র’ এর এজেন্ট বললে ধরে নিতে হবে আমার তকদিরে আছে চকরিয়ায় বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধের মুখে এনসিপির সমাবেশ পন্ডঃ মঞ্চ ভাঙচুর চরম জনবল সংকটে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছেলের বাইক দুর্ঘটনার খবর শুনে স্ট্রোক করে মারা গেলেন মা
রবিবার, ২০ জুলাই ২০২৫, ১০:১২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পেকুয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ধর্ষণ মামলা!

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

কক্সবাজারের পেকুয়ায় স্বামীর বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেছে স্ত্রী। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মো.আরকানকে (২২) গত ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তার করেছে। ওইদিন সকালে রিমা আক্তার বাদী হয়ে পেকুয়া থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার আরকান উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা আবদুল্লাহ পাড়ার জাকের হোছাইনের ছেলে।

জানাগেছে, গত দু’বছর ধরে আবদুল্লাহ পাড়ার জাকের হোসাইনের ছেলে মো.আরকান ও প্রতিবেশী মৃত রুহুল কাদের এর মেয়ে চকরিয়া সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী রিমা আক্তারের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দু’মাস আগে রিমা আক্তার ও আরকান পালিয়ে বিয়ে করেন। নোটারী পাবলিক চট্টগ্রামে হলফনামামুলে বিয়ে সম্পন্ন করেন। তবে বিয়ের বিষয়টি দু’পক্ষের অভিভাবকরা অবগত ছিলনা। আরকান চট্টগ্রাম শহরে একটি দোকানে চাকুরি করেন। বিয়ের পর থেকে তাঁরা চট্টগ্রামে ভাড়া বাসায় থেকে বসবাস করছিলেন। নোটারী পাবলিক চট্টগ্রামে হাজির হয়ে তারা হলফনামামূলে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর তারা চট্টগ্রামের লোহাগাড়ায় নিকাহ রেজিষ্ট্রার কার্যালয়ে গিয়ে কাবিননামা সম্পাদন করে।
বিয়ের কাবিননামায় দেখা গেছে কনের বড় ভাই মো.মানিক স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করেছে।

আরকানের মা উম্মে সালমা জানান, সম্প্রতি আরকান ও রিমা আক্তারের সংসারে টানা পোড়ন দেখা দিয়েছে। দু’পরিবারের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে। বিরোধ নিষ্পত্তির জন্য ধনিয়াকাটা বাজারে কয়েক দফা বৈঠক হলেও বিরোধ নিষ্পত্তি হয়নি। সোমবার সকালে পুলিশ আরকানকে ধরে নিয়ে যায়। পরে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠান।
ঘটনা ও মামলা কাল্পনিক। মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে চট্টগ্রাম শহরে আমার ছেলেকে বিয়ে করেছে।
স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ আজমগীর বলেন, আমরা অন্তত পাঁচবার শালিসি বৈঠকে বসেছি। বিষয়টি মামলা হওয়ার পর্যায়ে যায়নি। তারাতো স্বামী-স্ত্রী। কাবিন হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে মূলত দুপক্ষের দ্বন্ধ। আমরা ৫ দফা বৈঠক করেছি। জেনেছি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে রিমা আক্তারের বড় ভাই মানিক জানান, বিয়ের বিষয়ে আমি কিছুই জানিনা। রিমার এখনো বিয়ের বয়স হয়নি। লোহাগাড়ার নিকাহ রেজিষ্টার আবির আহমদ জানান, বিয়ে আমার এখানে হয়েছে। বিয়ের বয়স ৬ কম আছে। বয়স পূর্ণ হলে রেজিষ্টারে রেকর্ড হবে। তবে বিয়েতো সঠিক।

পেকুয়া থানার এসআই রুহুল আমিন জানান, বয়স কম আছে। মেয়েটি ক্ষতিগ্রস্ত দাবী করছে নিজকে। তাইতো মামলা হয়েছে।

###


আরো খবর: