কক্সবাজার সদর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ নূরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
এক শোক বার্তায় তিনি জানান, আমরা গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কক্সবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, দলের একজন পরীক্ষিত, পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতা সৈয়দ নূর আর আমাদের মাঝে নেই। তাঁর আকস্মিক মৃত্যু কক্সবাজার জেলা বিএনপিসহ পুরো দলের জন্য এক অপূরণীয় ক্ষতি।
সৈয়দ নূর ছিলেন এক সাহসী, সংগঠকপ্রতিভাসম্পন্ন এবং আদর্শনিষ্ঠ নেতা। দলীয় সংকটময় সময়ে তিনি ছিলেন রাজপথের প্রথম সারির লড়াকু সৈনিক। দলের প্রতি তাঁর গভীর নিষ্ঠা, কর্মীসুলভ আচরণ ও নিরলস পরিশ্রম কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক ভিতকে শক্তিশালী করেছে।
আমি, শাহজাহান চৌধুরী, সভাপতি – কক্সবাজার জেলা বিএনপি ও সাবেক সংসদ সদস্য ও হুইপ হিসেবে, সৌদি আরব থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।