শিরোনাম ::
“বাবা আমি ভুল করিনি, সুইসাইড নোটে লিখে আত্মহত্যা করলো নবম শ্রেণির ছাত্র! গ্রিসে ঘুরতে আসা ইসরায়েলির কান ছিঁড়ে ফেললেন সিরীয় নাগরিক সিঙ্গাপুরের ব্যস্ত সড়কে হঠাৎই দেবে গেল রাস্তা, চলন্ত গাড়ি পড়লো গর্তে মাইলস্টোনে বিমান বিধ্বস্তে দগ্ধদের দেখতে গেলেন প্রধান উপদেষ্টা দেশের তরুণ সমাজই ডিজিটাল রূপান্তরের প্রধান চালিকাশক্তি সাবেক এমপির বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা দাবি, আটক ৫ চকরিয়ায় দিনেদুপুরে গরীব পরিবারের উপর ফিল্মিস্টাইলে সন্ত্রাসী হামলা, মা-ছেলেকে কুপিয়ে জখম মাসিক ভাতার পাশাপাশি জুলাই যোদ্ধারা আরও যেসব সুবিধা পাবেন চকরিয়ায় পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণ,আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি আসামীর লিবিয়ায় ব্যাপক অভিযান, দেড় হাজার অনিবন্ধিত অভিবাসী শ্রমিক আটক
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ফেসবুকে ভেরিফায়েড ‘নকল শাবনূর’, প্রতারণার আশঙ্কায় আসল শাবনূর

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫


ঢাকা, ২৫ জুলাই – সামাজিক মাধ্যমে ভুয়া পেজ আইডি নিয়ে অনেক সময় বড় বিরম্বনা ও হেনস্তার মাঝে পড়ে যান তারকারা। জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরও এমন বিরম্বনার মুখে পড়েছেন। কিন্তু, বিষয়টি আরও গুরুতর পর্যায়ে গেছে, যখন সেই ফেইক আইডি বা পেজটি ভেরিফায়েড করে নেওয়া হয়েছে।

বিষয়টি জানার সঙ্গেই উদ্বেগে পড়ে যান চিত্রনায়িকা। শুক্রবার সকালে পরিচিতজন ও ভক্তদের কাছ থেকে লিংক ও স্ক্রিনশট পেয়ে বিষয়টি জানতে পারেন শাবনূর। পেজটিতে তার আসল তথ্য, ছবি ও পরিচয় ব্যবহার করা হলেও সেটি পরিচালনা করছে একটি প্রতারক চক্র। শাবনূর নিশ্চিত করেছেন, সেই ভেরিফায়েড পেজটি তার নয়।

গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে শাবনূর জানান, যখন তিনি ফেসবুক ব্যবহার করতেন না, তখন অনেকে তার নামে ভুয়া আইডি বানিয়েছিল। সে সময় কিছু বলেননি এই নায়িকা। পরে শাবনূর যখন নিজে ফেসবুক ব্যবহার করা শুরু করেন, তখন সকলে বুঝতে পারেন কে আসল আর কে নকল।

শাবনূর জানান, ফেসবুকে তার নামে অসংখ্য ভুয়া পেজ। অনেকে তাকে পরামর্শ দেন আইডি ভেরিফাইড করে নেওয়ার। কিন্তু গুরুত্ব দেননি। কিন্তু এ ঘটনার পর শাবনূর বুঝতে পারলেন, ভেরিফায়েড করে নিলেই ভালো হতো।

এই নায়িকা বিষয়টি চিন্তিতও বেশ। তার ভাষ্যমতে, যারা এই কাজটি করেছে, তাদের কাছে শাবনূরের পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র রয়েছে। কারণ আইডি ভেরিফায়েড করতে এসবের প্রয়োজন হয়।

এনএন/ ২৫ জুলাই ২০২৫



আরো খবর: