শিরোনাম ::
ফিলিস্তিনিদের প্রতি বিশ্বের নীরবতা, তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের ইসরায়েলি হামলা-অনাহারে গাজায় একদিনেই নিহত ৭১ ফিলিস্তিনি চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাগছাসের ৫ নেতাকে বহিষ্কার জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান, সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির নাইজেরিয়ায় অপুষ্টিতে ছয় মাসে অন্তত ৬৫২ শিশুর মৃত্যু ভারতে এক বছরের শিশুর কামড়ে মরে গেলো বিষাক্ত কোবরা সাপ! গুলিস্তানে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত, সঙ্গে থাকা বাবা বাকরুদ্ধ সবাইকে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় মিলল যুবকের মরদেহ বাংলাদেশে চীনের জরুরি চিকিৎসা-সামগ্রী হস্তান্তর
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

হামাস আসলে কোনো চুক্তিতে যেতে চায় না, তারা মৃত্যুকেই বেছে নিচ্ছে

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৬ জুলাই, ২০২৫


ওয়াশিংটন, ২৬ জুলাই – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস গাজায় যুদ্ধবিরতি চাইছে না। তার মতে, হামাস আশঙ্কা করছে—যদি সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়, তবে এর পরিণতি তাদের জন্য ভয়াবহ হতে পারে।

শুক্রবার (২৫ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন বলে জানিয়েছে আল জাজিরা।

ট্রাম্প বলেন, “আমরা শেষ কয়েকজন জিম্মির মুক্তি নিয়ে আলোচনা করছি। কিন্তু হামাস বুঝতে পারছে, সবাইকে ছেড়ে দিলে তাদের কী হবে। এ কারণেই তারা যুদ্ধবিরতিতে যেতে চাইছে না।”

তার এই বক্তব্যকে ঘিরে ধারণা করা হচ্ছে—যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজা যুদ্ধের স্থায়ী সমাপ্তি নয়, বরং কেবল জিম্মিদের মুক্তির লক্ষ্যে একটি স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি চায়।

তিনি আরও বলেন, “হামাস আসলে কোনো চুক্তিতে যেতে চায় না। আমার মনে হয় তারা মৃত্যুকেই বেছে নিচ্ছে। এটা খুবই দুঃখজনক।”

ইসরায়েলও অনাগ্রহ প্রকাশ করে জানিয়েছে, তারা যুদ্ধবিরতি আলোচনা থেকে নিজেদের প্রতিনিধি দলকে কাতার থেকে ফিরিয়ে এনেছে।

তবে হামাস যুক্তরাষ্ট্রের এ অবস্থানে বিস্ময় প্রকাশ করেছে। গোষ্ঠীটি জানিয়েছে, মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা সফল করতে তারা সবসময়ই আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। তারা আরও দাবি করে, তাদের গঠনমূলক অবস্থানকে কাতার ও মিশর ইতিবাচকভাবে গ্রহণ করেছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৬ জুলাই ২০২৫

 



আরো খবর: