শিরোনাম ::
ফিলিস্তিনিদের প্রতি বিশ্বের নীরবতা, তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের ইসরায়েলি হামলা-অনাহারে গাজায় একদিনেই নিহত ৭১ ফিলিস্তিনি চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাগছাসের ৫ নেতাকে বহিষ্কার জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান, সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির নাইজেরিয়ায় অপুষ্টিতে ছয় মাসে অন্তত ৬৫২ শিশুর মৃত্যু ভারতে এক বছরের শিশুর কামড়ে মরে গেলো বিষাক্ত কোবরা সাপ! গুলিস্তানে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত, সঙ্গে থাকা বাবা বাকরুদ্ধ সবাইকে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় মিলল যুবকের মরদেহ বাংলাদেশে চীনের জরুরি চিকিৎসা-সামগ্রী হস্তান্তর
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার ক্রেস্ট উপহার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :: চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড এলাকা থেকে ২০২৫ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

স্থানীয় বেতুয়ারকুল সচেতন নাগরিক সমাজের আয়োজনে গতকাল শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার বিএমচর ইউনিয়নের বেতুয়ারকুল নুরানি কমপ্লেক্সে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

স্থানীয় মসজিদের খতিব মাওলানা বশির আহমদ এর সভাপতিত্বে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমদ, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মঞ্জুর আলম, অনুশীলন একাডেমীর প্রধান শিক্ষক ছৈয়দ মো: শফিকুল আলম, পেকুয়া হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল কাদের, মানিকপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর শিবলু, শিক্ষানীড় স্কুলের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিনহাজ উদ্দিন, অনুশীলন একাডেমীর শিক্ষক হুমায়ুন কবির, মাস্টার শহিদুল ইসলাম ও দুবাই প্রবাসী সাদ্দাম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজক হিসেবে বিএমচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিক কমিটির পক্ষে সার্বিক ভাবে দায়িত্ব পালন করেন সায়েমুর রশিদ তাসিব, সালাহ উদ্দিন, সাগর স্যার, ইউছুফ বিন নুরী, আনিফ, আরশেদ, কামরুল, কায়েস ও জিয়াউদ্দিন।
অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় উর্ত্তীন মোট ২০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং পুরস্কার ও ক্রেস্ট উপহার দেওয়া হয়েছে।


আরো খবর: