কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব মেহেরনামা বেড়িবাঁধ সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহছান উল্লাহ। রবিবার (১০ আগস্ট) সকালে স্থানীয়দের সহযোগিতায় তিনি ব্যক্তি উদ্যোগে সংস্কার কাজে নেমে পড়েন।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, প্রায় ২০ বছর আগে তৎকালীন যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সড়কটি ইট বিছিয়ে উন্নয়ন করেছিলেন। এরপর থেকে আর কোনো সংস্কার হয়নি। দীর্ঘদিন অবহেলিত সড়কটি বর্তমানে খানাখন্দে ভরা, ইট উঠে গেছে, যান চলাচল বন্ধ, এমনকি পায়ে হেঁটেও চলা কষ্টসাধ্য হয়ে পড়েছে। ফলে প্রায় ৪-৫ হাজার মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন।
আহছান উল্লাহ জানান, মিজ্জির পাড়া থেকে সাঁকোরপাড় স্টেশনের পুরাতন ব্রিজ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক ইট ও বালু দিয়ে সংস্কার করা হচ্ছে। এতে স্থানীয়রা সহযোগিতা করছেন এবং এতে প্রায় এক লাখ টাকা ব্যয় হবে।
তিনি বলেন, রাজনীতি করি মানুষের কল্যাণে। দীর্ঘদিন উন্নয়ন না হওয়ায় জনগণের দুর্ভোগ লাঘবে আমরা এগিয়ে এসেছি। তবে আমাদের মূল দাবি টেকসই উন্নয়ন।
সংস্কারকৃত সড়কটি সৈকতপাড়া, বলির পাড়া, মুরার পাড়া, আবাসন ও পূর্ব মেহেরনামা এলাকার মানুষ ব্যবহার করে। এছাড়া শিলখালী উচ্চ বিদ্যালয়, পহরচাঁদা ফাযিল মাদরাসা, শিলখালী মডেল কেজি স্কুল, এমএস পাবলিক স্কুল ও পূর্ব মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে।
ওয়াপদা বেড়িবাঁধ হতে মুবিনের দোকান পর্যন্ত ১৪ চেইন সড়কও একইভাবে সংস্কার করা হবে। যার ফলে মানুষের যাতায়াত করতে কিছুটা কষ্ট দুর হবে।
ইউপির সাবেক সদস্য মুহাম্মদ রিদুওয়ান বলেন, এটি প্রশংসনীয় উদ্যোগ। সড়কটির বেহাল দশা দীর্ঘদিনের। বারবাকিয়া খাল (স্থানীয়দের ভাষায় ফাঁড়িখাল) লাগোয়া বেড়িবাঁধ। বর্ষায় পানির তোড়ে প্রায় বিধ্বস্ত সড়কটি। সড়কটি অধিকাংশ ভাঙ্গা। সেই ভাঙ্গা অংশ দিয়ে লোকালয়ে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এখন আপাতত ব্যক্তি উদ্যোগে সংস্কার হলেও আমাদের প্রাণের দাবী টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী ইটদ্বারা উন্নয়ন।