টেকনাফের সদর ইউনিয়ন জাঁহালিয়া এলাকায় জহির আহমদের ছাগলের ঘর থেকে ১৪ ফুট লম্বা বিশাল একটি অজগর সাপ উদ্ধার করেছেন স্থানীয়রা।
সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রশিদ।
তিনি বলেন,গতকাল রাত ১১ দিকে টেকনাফ সদর জাঁহালিয়া পাড়া জহির আহমদের ছাগলের ঘর থেকে এই সাপটি উদ্ধার করা হয়।
টেকনাফ সদর জাঁহালিয়া পাড়া এলাকার লোকজন ফোন করে বলেন, একটি বিশাল আকারের অজগর সাপ ধরা পড়েছে। এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে আসি।
বাড়ির মালিক জহির আহমেদ জানান, রাত ১১টার দিকে এই অজগর সাপটি পাহাড় থেকে নেমে এসে আমার ছাগলের ঘরে ঢুকে পড়ে। রাস্তায় লোকজন হাঁটাহাঁটির সময় সাপের আওয়াজ শুনতে পেয়ে তারা জহির আহমদকে জানালে তিনি তার ছেলে ও ভাতিজাসহ কয়েকজন মিলে সাপটি ধরে ড্রামের ভেতরে রেখে দেন। পরে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে এলে সাপটি স্থানীয়রা তাদের হাতে তুলে দেয়া হয়।
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রশিদ জানান, সাপটি প্রায় ১৪ ফুট লম্বা। ওজন ৩০ কেজির বেশি। সাপটি সুস্থ অবস্থায় রয়েছে। পরে সকাল ১১টার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকার গহিন পাহাড়ে সাপটি অবমুক্ত করা হয়। ###