কক্সবাজারের মহেশখালী থানার ওসিকে ‘উলঙ্গ’ করে বের করে দেয়ার হুমকি দিয়েছেন সেখানকার পৌর বিএনপির আহবায়ক।
বক্তব্যের একদিন পরেই মহেশখালী থানার ওসিকে হুমকি এবং সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে আকতার হোসেনের সব পদ স্থগিত করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মহেশখালী থানার ওসিকে অশোভন গালাগাল করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহবায়ক আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।”
জানা যায়, মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম শফির স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে থানার ওসিকে ঘিরে এমন ক্ষোভ উগরে দেন মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেন। বক্তব্যে তিনি ওসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। যা প্রকাশ অযোগ্য।
তার অভিযোগ, ওসি রাজনৈতিকভাবে পক্ষপাত আচরণ করছেন এবং টাকার বিনিময়ে মামলা গ্রহণ করছেন।
বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় মহেশখালী পৌরসভার দীঘির পাড়ে আয়োজিত স্মরণসভায় আকতার হোসেন ওসিকে উদ্দেশ করে একের পর এক অভিযোগ তোলেন।
বিএনপি নেতার এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার ওসি মনজুরুল হক জানান, তিনি এখনো ওই বক্তব্যের ভিডিও দেখেননি ও শোনেননি।
‘অকথ্য ভাষায়’ বক্তব্যের প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেবেন কি-না জানতে চাইলে ওসি মনজুরুল হক বলেন, “দেখি, এখনো চিন্তা করিনি।” ওসি মনজুরুল হক চলতি বছরের ২০ মে মহেশখালী থানায় যোগদান করেন।
এ ধরণের বক্তব্যের বিষয়ে জানতে মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।