কক্সবাজারের টেকনাফে ‘কুখ্যাত ডাকাত’ দিল মোহাম্মদ ওরফে দিলুকে অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় পিস্তল (এলজি), ২ রাউন্ড তাজা গোলা, ৫টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। দিলু মাদক, অস্ত্র, চোরাচালান ও অপহরণসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে নৌবাহিনী।
বুধবার (১৩ আগস্ট) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নস্থ কম্বনীয়াপাড়ায় অভিযান চালিয়ে নৌবাহিনী তাকে আটক করে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিল মোহাম্মদ ওরফে দিলু ডাকাত তার নিজ বাসায় অবস্থান করছে জানতে পেরে বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়াডস ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক, অস্ত্র, চোরাচালান ও অপহরণসহ একাধিক মামলার আসামি কুখ্যাত ডাকাত দিল মোহাম্মদ ওরফে দিলু ডাকাতকে আটক করা হয়। এসময় তার বাড়ি তল্লাশি করে ১টি দেশীয় পিস্তল (এলজি), ২ রাউন্ড তাজা গোলা, ৫টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
পরবর্তীতে অস্ত্রসহ আকটকৃত ডাকাতকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।