কক্সবাজারে রামু উপজেলার ঈদগড়ের নয়া পাড়া থেকে জুঁই আক্তার (৮) নামে এক শিশুকে অপহরণ করা হয়েছে। এখন ফোনে ১০ লাখ মুক্তিপণ দাবি করছে দুর্বৃত্তরা। বিষয়টি লিখিতভাবে পুলিশকে অবহিত করা হলে ওসি বলছেন তিনি জানেন না।
বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টা সময়ে ঈদগড়ে নয়াপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
অপহৃত মেয়েটি নাম জুঁই আক্তার (৮)।তিনি কুমিল্লার কাঞ্চন নগরের মো. জুয়েলের মেয়ে। কিছুদিন পূর্বে সে ঈদগড়ের ৬ নং ওয়ার্ডের নয়াপাড়া তার ফুফির বাসায় বেড়াতে এসেছিল।
অপহরণের শিকার জুঁই আক্তারে ফুফা কালু ড্রাইভার জানান, অপহরণের পর মুঠোফোনে যোগাযোগ করে দশ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। বিষয়টি লিখিতভাবে থানায় জানানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য কামরুল ইসলাম কমরু জানান, অপহরণকারীরা মেয়েটিকে নিয়ে যাওয়ার সময় তার ফুফির মোবাইল ফোনও সঙ্গে নিয়ে গেছে। পরবর্তীতে শিশুর ফুফির স্বামী কালু ড্রাইভারকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।
তিনি আরও জানান ১০-১২ কিলোমিটারের ঈদগাঁও-ঈদগড় সড়কটি বনাঞ্চলের ভেতর দিয়ে গেছে। প্রায় সময় এ সড়কে ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে। রাত ১০টা পর্যন্ত এ সড়কে পুলিশের টহল থাকে। জরুরি প্রয়োজনে কেউ সড়ক দিয়ে ঈদগাঁও সদরে কিংবা ঈদগাঁও থেকে ঈদগড়-বাইশারী যেতে চাইলে পুলিশ নিরাপত্তা দেয়।
এ ব্যাপারে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৈয়বুর রহমান বলেন, এ বিষয়ে আমি এখনো অবগত নই, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ঈদগাঁও-ঈদগড় সড়কের পানের ছড়া, হিমছড়িসহ বিভিন্ন স্থানে রাতের আঁধারে যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা এর আগেও ঘটেছে। এ কারণে উপজেলার লোকজন সন্ধ্যার পর ওই সড়কে চলাচলে শঙ্কিত থাকেন।