কলকাতা, ১৫ আগস্ট – SIR নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করালেন ফেলে আসা সময়ের কথা। মনে করালেন দেশের ফেলে আসা অর্থনীতির কথা। তোপের পর তোপ দাগলেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। মমতার স্পষ্ট কথা, ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের জন্য যে সব নথি চাওয়া হচ্ছে, তার অনেক নথিই সাধারণ মানুষের কাছে নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় বেহালায় প্রাক-স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা থেকে শুরু করে SIR নিয়েও সুর চড়ান।
দেশের ফেলে আসা ইতিহাসের কথা মনে করিয়ে মমতা বলেন, “আগে ৮০ থেকে ৯০ শতাংশ লোকের গ্রামে মাটির ঘরে জন্ম হত, তখন বার্থ সার্টিফিকেট কোথা থেকে পেত? আমরা তো স্কুল সার্টফিকেটকেই বার্থ সার্টিফিকেট বলে জানি। আধার কার্ড করল, তার জন্য মানুষকে পয়সা দিতে হল, ঘণ্টার পর ঘণ্টা লাইন দিতে হল। কত ডকুমেন্ট দেখাতে হল। এখন বলছে তাও চলবে না। একটা ডকুমেন্ট হিসাবে আধার কার্ড কেন অ্যালাউ হবে না?”
এরপরই রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে দিয়ে তিনি বলেন, “স্বাধীনতা দিবসের আগের দিন বলে যাচ্ছি স্বাধীনতা আমি কাউকে কেড়ে নিতে দেব না। এটা আমাদের অধিকার। নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। কে কী খাবে সেই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। কে কী পড়বে সেই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারও নেই!”
সূত্র: টিভি নাইন
এনএন/ ১৫ আগস্ট ২০২৫