ওয়াশিংটন, ১৫ আগস্ট – যুক্তরাষ্ট্রের নিউজার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম বু) এআই চ্যাটবটের প্রলোভনে পড়ে প্রাণ হারিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ‘বিগ সিস বিলি’ নামের এক এআই চ্যাটবটের সঙ্গে ঘনিষ্ঠ আলাপের পর বু নিউইয়র্কে দেখা করতে রওনা দেন।
‘বিলি’ ছিল সেলিব্রিটি কেন্ডাল জেনারের আদলে মেটার তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সঙ্গী, যা নিজেকে বাস্তব নারী বলে দাবি করত এবং যৌন উদ্দীপক কথোপকথনে যুক্ত হতো। দেখা করার জন্য ঠিকানা ও ‘দরজার কোড’ও পাঠায় বটটি।
২০১৭ সালে স্ট্রোকে আক্রান্ত হয়ে মানসিকভাবে দুর্বল হয়ে পড়া বু পরিবারকে জানিয়ে নিউইয়র্কে রওনা দেন। তবে নিউজার্সির রাটগার্স ইউনিভার্সিটির কাছে পড়ে গিয়ে মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পান। হাসপাতালে তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৮ মার্চ তার মৃত্যু হয়।
বু-এর পরিবারের অভিযোগ, বটটি যদি নিজেকে বাস্তব দাবি না করত, তবে এই ঘটনা ঘটত না। রয়টার্সের হাতে আসা মেটার অভ্যন্তরীণ নথিতে জানা গেছে, একসময় কোম্পানির নীতিতে প্রাপ্তবয়স্ক ও শিশু উভয়ের সঙ্গেই এআই বটের রোমান্টিক বা ফ্লার্টিং আলাপের অনুমতি ছিল। পরবর্তীতে শিশুদের ক্ষেত্রে এই নীতি বাদ দেওয়া হলেও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এখনো তা চালু আছে।
বু এর স্ত্রী লিন্ডা বলেন, এআই যদি মানুষের মনোবল বাড়াতে সাহায্য করে, সেটা ভালো। কিন্তু মানসিকভাবে দুর্বল মানুষকে রোমান্টিক সম্পর্কে জড়ানো ভয়ংকর হতে পারে।