ওয়াশিংটন, ১৬ আগস্ট – আলাস্কা সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘স্পষ্টভাবে জয়ী’ হয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তবে ইউক্রেন শান্তি চুক্তি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ‘হারেননি’ বলেও মন্তব্য করেছেন তিনি।
বোল্টন বলেন, শুক্রবার আলাস্কায় তিন ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ ওই বৈঠক থেকে ট্রাম্প কেবল পুতিনের সঙ্গে পরবর্তী বৈঠকের প্রতিশ্রুতি নিয়েই বেরিয়ে আসেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সম্মেলনে পরবর্তী বৈঠকের প্রতিশ্রুতি ছাড়া ট্রাম্প কিছুই অর্জন করতে পারেননি। অথচ পুতিন সম্পর্ক পুনঃস্থাপনে অনেক দূর এগিয়েছেন, যা আমি সবসময়ই মনে করতাম তার মূল লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের সাবেক এই নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, তিনি (পুতিন) নিষেধাজ্ঞা থেকে বেঁচে গেছেন এবং কোনও যুদ্ধবিরতির মুখোমুখি হননি। পরবর্তী বৈঠকের তারিখ নির্ধারিত হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এসবের কিছুই সংবাদ সম্মেলনের আগে জানানো হয়নি।
শুক্রবার আলাস্কায় ট্রাম্প-পুতিনের বহুল আকাঙ্ক্ষিত ওই বৈঠক কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত কিংবা ফলাফল ছাড়াই শেষ হয়েছে। তারপরও উভয় নেতা ওই বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে অভিহিত করেছেন। ইউক্রেন শান্তি চুক্তি ইস্যুতে ট্রাম্প বলেছেন, ‘‘আমরা শান্তি চুক্তিতে পৌঁছাতে পারিনি। কিন্তু চুক্তিতে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে।’’
বৈঠকে ট্রাম্পের অভিব্যক্তি বিশ্লেষণ করে জন বোল্টন বলেন, ‘‘আমি আরেকটি বিষয় বলব। আমার মনে হয়েছে, ট্রাম্পকে সেখানে খুব ক্লান্ত দেখাচ্ছিল। মানে, ভীষণ ক্লান্ত। তিনি হতাশ নন, ক্লান্ত। আর আমাদের বুঝতে হবে, এর মানে কী।’’
ট্রাম্প বলেছেন, ‘‘রাশিয়া-ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ অবসানের সর্বোত্তম উপায় হলো ‘সরাসরি একটি শান্তি চুক্তিতে’ যাওয়া বলে সবাই একমত হয়েছেন। এই চুক্তিতে পৌঁছানোর সম্ভব হলেই কেবল যুদ্ধ শেষ হবে।’’
আগামী সোমবার ওয়াশিংটন সফরে যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর পুতিনের সঙ্গে আবারও ট্রাম্পের বৈঠকের আয়োজন করবেন মার্কিন কর্মকর্তারা।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৬ আগস্ট ২০২৫