August 17, 2025, 8:57 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক::
আপডেট: রবিবার, আগস্ট ১৭, ২০২৫

কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অভিযান চালিয়ে মালিকবিহীন ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

শনিবার (১৬ আগস্ট) রাতে হোয়াইক্যং বিওপি’র কাছে সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, রাত ৮টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় ১.২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে শুক্কুর এর কাটি নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। রাত ৮টা ৩০ মিনিটের দিকে মিয়ানমার থেকে তিনজন সন্দেহজনক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখা যায়।

টহল দল তাদের দিকে অগ্রসর হলে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে টহলদল ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ৭টি প্যাকেটে মোড়ানো ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি, জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট টেকনাফ থানায় সাধারণ ডায়েরি করে আলামত হিসেবে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: