শিরোনাম ::
আগের চার বছর পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, এখন উপদেষ্টা হয়েও পারলাম না সিন্ধু পানিবণ্টন চুক্তির রায় গেল ভারতের বিপক্ষে, স্বাগত জানাল পাকিস্তান ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ টেকনাফে বোনের স্বামীর ছুরিকাঘাতে যুবক নিহত ওয়াশিংটনে সেনা মোতায়েন, ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে পুলিশ সাত দিন খোলা থাকার পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট অবশেষে বিয়ে করছেন রোনালদো-জর্জিনা ভারতে দুই শতাধিক পুরুষের লালসার শিকার বাংলাদেশি এক কিশোরী! মেয়াদ বাড়লো জাতীয় ঐকমত্য কমিশনের যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত
August 12, 2025, 4:02 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

ফেভারিট টেকনাফকে ৩-১ গোলে হারিয়ে সেমিতে মহেশখালী

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, জুন ২, ২০২২

এম.এ আজিজ রাসেল :: কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল হট ফেভারিট টেকনাফই জয় পাবে। কারণ বিগত ৫-৬ বছর ধরে তাঁরা দারুণভাবে ঘর সাজিয়েছে। এগিয়ে গেছে ঘরোয়া খেলোয়াড়েরাও। তাঁদের প্রতি আস্থা রেখে বৃহস্পতিবার বিকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে মহেশখালীর বিরুদ্ধে বিদেশী খেলোয়াড় ছাড়াই মাঠে নামে টেকনাফ।

কিন্তু মাঠে বদলে যায় সকল সমীকরণ। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে টেকনাফকে ৩-১ গোলে কাঁদিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে মহেশখালী।

প্রথমার্ধের শুরু থেকে দুদলই বল লড়াইয়ে ব্যস্ত হয়ে উঠে। আক্রমণ পাল্টা আক্রমণও চলে বেশ কিছু সময়। কিন্তু ম্যাচের ১০ মিনিটে মহেশখালীর ৯নং জার্সিধারী আবিদ দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে ১-০ গোলে এগিয়ে নেয়। এরপরের গল্পটা শুধু মহেশখালীর। ২৪ মিনিটে নাইজেরিয়ান সোলাইমান বোকা বানায় টেকনাফের ডিফেন্ডার ও গোলরক্ষককে।

তাঁর গোলে ফলাফল দাঁড়ায় ২-০। দুই গোল হজম করে শোধ করতে মরিয়া হয়ে উঠে টেকনাফের খেলোয়াড়েরা। কিন্তু মহেশখালী হয়ে খেলা ৪ বিদেশী পাল্টে দেয় সব হিসাব নিকাশ। খেলার ৪০ মিনিটে মহেশখালীর ১২ নং জার্সিধারী খোকা সহজেই গোল করে হতাশায় ডুবায় টেকনাফ শিবিরকে।

দ্বিতীয়ার্ধে কিছুটা জ্বলে উঠে টেকনাফের ফরোয়ার্ড ও মিডফিল্ডাররা। সমন্বিত আক্রমণ থেকে গোলের দেখা পায় তাঁরা। একমাত্র গোলটি আসে ১০নং জার্সিধারী পা থেকে। এরপর শত চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি টেকনাফ। তবে মহেশখালী মিস করে আরও কয়েকটি নিশ্চিত গোল। রেফারির শেষ বাঁশিতে উল্লাসে ফেটে পড়ে মহেশখালীর দর্শক, খেলোয়াড় ও কর্মকর্তারা।

ম্যাচ সেরা হন মহেশখালীর স্ট্রাইকার আবিদ। তাঁকে ক্রেস্ট তুলে দেন সাংসদ আশেক উল্লাহ রফিক।

তিনি বলেন, এমন আয়োজন অব্যাহত থাকলে তৃণমূল থেকে আরও ভাল খেলোয়াড় তৈরি হবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।

খেলা পরিচালনা করেন আবুল কাশেম, মিল্টন দত্ত, সাহাব উদ্দিন ও সাইফুল ইসলাম।

মহেশখালী উপজেলা ফুটবল দলঃ সাঈদী, মোস্তফা, সাহেদ, এভান্স, বাম্বা, মউনজি, আরমান, রাজিব, আবিদ, সুলেইমান, খোকা, সজিব, সুজন, মানিক, রাসেল, আলাউদ্দিন ও সাইফুল। ম্যানেজারঃ নবী হোছাইন ভুট্টো। কোচঃ শামসুল আলম রনি।

টেকনাফ উপজেলা ফুটবল দলঃ জাহাঙ্গীর, সমৃদ্ধ, রিফাত, মাঈন উদ্দিন, নুর কামাল, মেহেদী, টুফেল, শেখ আহমদ, দিদার, জাহাঙ্গীর, ইলিয়াস, রবিন, হারুন, মামুন, রানা, ইব্রাহিম ও জামাল। ম্যানেজারঃ জিয়াউর রহমান। কোচঃ ফায়সাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: