শিরোনাম ::
কক্সবাজার বর্ডার গার্ড পাবলিক স্কুলের নতুন নাম ‘শহীদ এলাহী মনজুর চৌধুরী পাবলিক স্কুল’ টেকনাফে ৩ লাখ টাকার সামুদ্রিক মাছসহ অবৈধ ট্রলিং বোট জব্দ মহেশখালীর অদূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল অবস্থায় ভেসে থাকা ১৮ জন জেলে উদ্ধার ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে একমত রাজনৈতিক দলগুলো মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে আহত-নিহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন জুলাইয়ের প্রথম ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১ দশমিক ৭০ বিলিয়ন ডলার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য জাকের আলীর শিল্পীদের কাছে জাতি আরেকটু দায়িত্বশীলতা আশা করে শিল্পীদের কাছে জাতি আরেকটু দায়িত্বশীলতা আশা করে মাইলস্টোন ট্র্যাজেডি, ঢাকায় এসেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ার রোহিঙ্গা হিন্দু ক্যাম্পের দুর্গোৎসবে অর্থ সহায়তা প্রদান করেছে কোস্ট ফাউন্ডেশন।

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা হিন্দু ক্যাম্পের দুর্গোৎসবে নিজস্ব তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করেছে এনজিও সংস্থা কোস্ট ফাউন্ডেশন।

মঙ্গলবার(৪ অক্টোবর) দুপুরে হিন্দু ক্যাম্পে অর্থ সহায়তা প্রদানের পূর্বে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক ও আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম। পরে অর্থ সহায়তা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকে এনজিও সংস্থা কোষ্ট ফাউন্ডেশন সুনামের সাথে কাজ করে যাচ্ছে। পাশাপাশি মায়ানমার নাগরিক ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যেও ভূমিকা রেখে যাচ্ছে।

উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে পূজা মন্ডলে এনজিওদের মধ্যে প্রথম সহযোগিতার জন্য উখিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে এনজিও সংস্থা কোষ্ট ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক ও আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, ক্যাম্পে বসবাসরত মায়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আশ্রিত হিন্দুদের ২০১৭ সালে সর্বপ্রথম কোস্ট ফাউন্ডেশনের সহযোগিতায় মন্দির সংস্কারসহ সব ধরনের সহযোগিতা করে আসছি। সর্বশেষ সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান করি। কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

এসময় উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ,নির্বাহী সদস্য ও সুজনের সভাপতি নুর মোহাম্মদ সিকদার,সদস্য আবদুল্লাহ আল আজিজ, ইমরান আল মাহমুদ, প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো খবর: