শিরোনাম ::
কক্সবাজারে এনসিপির নেতারা সত্য উন্মোচন করেছেন : নাহিদ টেকনাফে একরামুল হত্যা: সাবেক এমপি বদিকে জিজ্ঞাসাবাদের অনুমতি কক্সবাজারে প্রতিবাদ মিছিলে বক্তব্যের পর বিএনপি নেতার মৃত্যু টেকনাফে চাকমা যুবক অপহরণের ঘটনায় আটক ৫ সৈয়দ নূরের আকস্মিক মৃত্যু দলের জন্য এক অপূরণীয় ক্ষতি- শাহজাহান চৌধুরী চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ: ইসলামি আন্দোলন এর পরও আমাকে ‌‘র’ এর এজেন্ট বললে ধরে নিতে হবে আমার তকদিরে আছে চকরিয়ায় বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধের মুখে এনসিপির সমাবেশ পন্ডঃ মঞ্চ ভাঙচুর চরম জনবল সংকটে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছেলের বাইক দুর্ঘটনার খবর শুনে স্ট্রোক করে মারা গেলেন মা
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রাজধানীতে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
রাজধানীতে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মোঃ আশিক হোসেন (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকাল ৫টায় এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তার মেয়ে বন্ধবীসহ কয়েকজন তাকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত আশিক হোসেন ঝালকাঠি সদর উপজেলার শাচিলাপুর গ্রামের জামাল হোসেন হাওলাদারের ছেলে। তবে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর রানাভোলা থাকতেন তিনি। শাচিলাপুর কিস্তাকাঠি স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন আশিক হোসেন।


নিহতের বন্ধবী লাবণ্য আক্তার জানিয়েছেন, আশিক এসএসসি পরীক্ষা শেষে ১০/১২ আগে ঢাকার উত্তরায় আসেন, সেখানে তার বড় ভাইয়ের একটি কনফেকশনারি দোকান রয়েছে, সেখানে আশিক কাজ করতো। বিজয় দিবস তার সাথে সকাল থেকে বেড়াতে বের হয়। বিভিন্ন স্থানে বেড়ানো শেষে আমার বাড়ি বাগিচায় এগিয়ে দিতে যাচ্ছিল। এক পর্যায়ে খিদমাহ হাসপাতালের সামনে নেমে হেঁটে যাচ্ছিলাম, সেখানে রেল লাইন পার হওয়ার সময়ে ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় আশিক, সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে ঢামেকে মৃতের বড় ভাই আরিফ হোসেন ছুটে আসেন। তিনি বলেন, সকালে ছোট ভাই আশিক রানা ভোলার বাসা থেকে বের হয়েছে। বিজয় দিবস উপলক্ষে ঘুরতে যাবে বলে জানিয়েছিল। পরে খবর পেয়ে ঢামেকে এসে তাকে মৃত অবস্থায় পেয়েছি।


সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।


সান নিউজ/মোস্তাফিজ/এমকেএইচ




আরো খবর: