শিরোনাম ::
কক্সবাজারে এনসিপির নেতারা সত্য উন্মোচন করেছেন : নাহিদ টেকনাফে একরামুল হত্যা: সাবেক এমপি বদিকে জিজ্ঞাসাবাদের অনুমতি কক্সবাজারে প্রতিবাদ মিছিলে বক্তব্যের পর বিএনপি নেতার মৃত্যু টেকনাফে চাকমা যুবক অপহরণের ঘটনায় আটক ৫ সৈয়দ নূরের আকস্মিক মৃত্যু দলের জন্য এক অপূরণীয় ক্ষতি- শাহজাহান চৌধুরী চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ: ইসলামি আন্দোলন এর পরও আমাকে ‌‘র’ এর এজেন্ট বললে ধরে নিতে হবে আমার তকদিরে আছে চকরিয়ায় বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধের মুখে এনসিপির সমাবেশ পন্ডঃ মঞ্চ ভাঙচুর চরম জনবল সংকটে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছেলের বাইক দুর্ঘটনার খবর শুনে স্ট্রোক করে মারা গেলেন মা
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

আসছে মৃদু শৈত্যপ্রবাহ, থাকতে পারে তিন দিন

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

ঋতুবৈচিত্র্যের নিয়ম মেনেই যেন এবার শীত তার আগমনী জানান দিল। ঋতুটি প্রথম মাস পৌষের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে মোটামুটি শীত জেঁকে বসেছে। প্রতিদিনই কমে আসছে দিন ও রাতের তাপমাত্রা। সোমবার থেকে সেই তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অফিসের। ফলে এই মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, সোমবার থেকে তাপমাত্রা কমে আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। আর এই অবস্থা থাকতে পারে টানা দুই দিন। তার মানে সোম বা মঙ্গলবার থেকে এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বইতে শুরু করতে পারে।

সাধারণত বড় এলাকাজুড়ে আবহাওয়াবিদদের মতে, সর্বনিম্ন তাপমাত্রা আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু, ছয় থেকে আট ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।

আবহাওয়া অফিসের তথ্য বলছে, সোমবার রাত থেকে রাজশাহী ও রংপুর বিভাগের বেশিরভাগ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় মৃদু এই শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এই শৈত্যপ্রবাহ আগামী দুই থেকে তিন দিনের বেশি স্থায়ী হবে না বলেই তারা মনে করছেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজশাহী, পাবনার ঈশ্বরদী, রংপুরের বদলগাছি, দিনাজপুর, নীলফামারীর সৈয়দপুর, ডিমলা, রাজারহাট, চুয়াডাঙ্গা, মাদারীপুর, নেত্রকোনা, চট্টগ্রামের সীতাকুণ্ড, ফেনী এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তাপমাত্রা ১৩ থেকে ১০ ডিগ্রির মধ্যে আছে।

বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৭, চট্টগ্রামে ১৫ দশমিক ৭, রাজশাহীতে ১২ দশমিক ৮, খুলনায় ১৫ দশমিক ৩, ময়মনসিংহে ১৫, সিলেটে ১৪ দশমিক ৪, রংপুরে ১৩ দশমিক ৫ এবং বরিশালে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে


আরো খবর: