শিরোনাম ::
কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে বন্দুকসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার মহেশখালীর দুর্ধর্ষ জসিম ডাকাত কক্সবাজারে র‍্যাবের হাতে গ্রেফতার রামুতে স্ত্রীকে গলাকেটে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড পেকুয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি রোহিঙ্গা ক্যাম্পে জুসের সঙ্গে চেতনানাশক খাইয়ে মা-মেয়েকে ধর্ষণ, গ্রেফতার ২ উখিয়ায় সৈয়দ নুর হত্যাকাণ্ডের মূলহোতাসহ আটক ৩, মোটরসাইকেল উদ্ধার উখিয়ায় চুরির উদ্দেশ্যে দোকানে প্রবেশ করতে গিয়ে যুবকের মৃত্যু কক্সবাজার ও উখিয়ায় ইয়াবা বিরোধী ঝটিকা অভিযান: দুইজন আটক, ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে- ঘুমধুমে ৩৪ বিজিবির অধিনায়ক মরিচ্যা যৌথ চেকপোস্টে ২৬ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

হামজাকে নিয়ে দীর্ঘ পোস্ট মাশরাফির

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৯ মার্চ, ২০২৫




ঢাকা, ১৯ মার্চ – প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে তুলতে যাওয়া হামজা চৌধুরী যুক্তরাজ্য থেকে দেশের মাটিতে পা রেখেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতাসম্পন্ন এই ফুটবলারকে বরণ করে নিতে বিপুলসংখ্যক ফুটবলপ্রেমীদের ঢল পড়ে যায়। এবার বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে দিয়ে হামজাকে স্বাগত জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার রাতে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে হামজাকে স্বাগত জানিয়ে স্ট্যাটাসে মাশরাফি লেখেন, বাংলাদেশের ফুটবলে আপনাকে স্বাগত হামজা দেওয়ান চৌধুরি! আপনার আগমনে প্রথম প্রেমের সেই রোমাঞ্চ যেন আবার টের পাচ্ছি, যে প্রেমের নাম ফুটবল! আমাদের ছেলেবেলায়, শৈশব-কৈশোরে ফুটবল ঘিরে যে উন্মাদনা ছিল, কয়েক দিন ধরে বাংলাদেশের ফুটবলে যেন দিনগুলোই ফিরে এসেছে।

তিনি আরও লেখেন, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার আমাদের দলে খেলেন, লেস্টার সিটি বা শেফিল্ড ইউনাইটেডের খেলায় তার নামের পাশে আমাদের দেশের নামও উচ্চারিত হবে, এই দেশের জন্য এটা বড় পাওয়া। আপনার প্রতি কৃতজ্ঞতা। যে শেকড়ের কারণে এটা সম্ভব হয়েছে, সেই পরিবারের প্রতি কৃতজ্ঞতা।

আপনি এসেই জাদুকরী কিছু করে রাতারাতি দেশের ফুটবল বদলে দেবেন, এমন আকাশছোঁয়া প্রত্যাশা আমার নেই। মাঠে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাও আমার জানা আছে। স্রেফ আশা করব, আপনার ছোঁয়ায় দেশের ফুটবলে নতুন প্রাণের জোয়ার আসবে, লোকের আগ্রহ বাড়বে, শিশু-কিশোররা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে, আর্জেন্টিনা-ব্রাজিল দল বা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মতোই নতুন প্রজন্ম বাংলাদেশের ফুটবলকে আপন করে নেবে। আশা করব, আপনাকে ঘিরে দেশের ফুটবলের সংস্কৃতিতে পরিবর্তন আসবে, আপনার পায়ে পায়ে দেশের সামগ্রিক ফুটবল এগিয়ে যাবে।

মাশরাফি যোগ করেন, জামাল ভূঁইয়া, তারেক কাজীসহ প্রবাসী যারা এসে দেশের ফুটবলকে সমৃদ্ধ করেছেন, আরও যারা আসবেন, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। ফুটবল আমাদের প্রাণের খেলা। ফুটবলে এই নতুন দিনের গান আমাদের মনেও নতুন স্বপ্নের দোলা দিচ্ছে। ভারতের বিপক্ষে ম্যাচ ও সামনের দিনগুলির জন্য শুভকামনা হামজা। শুভ কামনা বাংলাদেশ ফুটবল দল।



আরো খবর: