ঢাকা, ০৪ আগস্ট – সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ছাত্রলীগের সাবেক নেতা মাশরিকুল ইসলাম ইমন (২৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-৪। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত সহিংসতায় দায়ের করা এক মামলায় তিনি অভিযুক্ত ছিলেন।
সোমবার (৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান।
ইমন আশুলিয়ার ধনিয়া গ্রামের মো. কামাল হোসেনের ছেলে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
এর আগে, রোববার (৩ আগস্ট) রাত ৯টার দিকে র্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ধনিয়া এলাকায় অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করে এবং পরে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের দাবিতে আয়োজিত আন্দোলনের সময় সংঘটিত ঘটনায় দায়ের হওয়া মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।