মস্কো, ০৩ আগস্ট – ইউক্রেনে রুশ ড্রোন হামলার নতুন রেকর্ড হয়েছে সদ্য সমাপ্ত জুলাই মাসে। রাশিয়া এই মাসে ইউক্রেনের ওপর ৬ হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে, যা ২০২২ সালে দেশটিতে পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর থেকে এক মাসে সর্বোচ্চ।
বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট এই তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, এই ড্রোন হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। ঘরবাড়ি, একটি কিন্ডারগার্টেন ও একটি অ্যাম্বুলেন্সসহ বহু বেসামরিক অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের বিমান বাহিনীর প্রকাশিত তথ্য বলছে— গত জুলাইয়ে রাশিয়া ৬ হাজার ২৯৭টি দূরপাল্লার ড্রোন ছুড়েছে, যা জুন মাসের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি। অন্যদিকে কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত মাসে রাশিয়া ৬ হাজার ১২৯টি শাহেদ ড্রোন ছুড়েছে, যা গত বছরের জুলাইয়ের তুলনায় ১৪ গুণ বেশি। তখন রাশিয়া এই ধরনের ড্রোন মাত্র ৪২৩টি ব্যবহার করেছিল।
ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত জানান, প্রকৃত ড্রোন হামলার সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ হিসাবগুলো অনুমানভিত্তিক।
ট্রাম্প বলেন, “তাদের নিজেদের রক্ষার সামর্থ্য থাকতে হবে”। ইউরোপীয় মিত্ররা ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক রেথিয়ন কোম্পানির তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থায়ন করবে বলেও জানান তিনি।
এমন অবস্থায় জুলাইয়ের শেষ দিন পর্যন্ত রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকে। গত ৩১ জুলাই কিয়েভে চালানো এক হামলায় অন্তত ৩১ জন নিহত হন, যাদের মধ্যে পাঁচ শিশু ছিল। আহত হন আরও ১৫৯ জন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ওই হামলায় রাশিয়া ৩০০টিরও বেশি ড্রোন এবং আটটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এএফপির বরাত দিয়ে জানানো হয়েছে, জুলাইয়ে রাশিয়া ইউক্রেনে ১৯৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা ২০২৪ সালের জুন ছাড়া সেই বছরের অন্য যেকোনো মাসের তুলনায় বেশি।
কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, জুন মাসে রাশিয়া মোট ৫ হাজার ৩৩৭টি ড্রোন ছুড়েছিল, যা জুলাইয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ। এর মধ্যে গত ৯ জুন একদিনেই ছোড়া হয় ৪৭৯টি ড্রোন— যে সময়ের ঠিক আগে ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশ বন্দি বিনিময়ে সম্মত হয়।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৩ আগস্ট ২০২৫