পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কক্সবাজারের উখিয়া উপজেলায় একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জালিয়াপালং ইউনিয়নের পাইন্যশিয়া এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। অভিযান চলাকালে একটি বালুবাহী ডাম্প ট্রাক জব্দ করা হয়। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারা অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়।
স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ কর্মকাণ্ডের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং নদী ও খালগুলোতে ভাঙনের ঝুঁকি বাড়ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন বলেন, “প্রাকৃতিক সম্পদের অবৈধ উত্তোলন রোধে আমাদের অভিযান চলমান রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে কক্সবাজারের সংরক্ষিত বনাঞ্চলের আশপাশে থাকা ৯টি বালুমহালের ইজারা কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর মধ্যে উখিয়া উপজেলার বালুখালী-১, দোছড়ি, পালংখালী, হিজলিয়া, ধোয়াংগারচর ও কুমারিয়ারছড়ার বালুমহালগুলোও রয়েছে।