শিরোনাম ::
কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে বন্দুকসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার মহেশখালীর দুর্ধর্ষ জসিম ডাকাত কক্সবাজারে র‍্যাবের হাতে গ্রেফতার রামুতে স্ত্রীকে গলাকেটে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড পেকুয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি রোহিঙ্গা ক্যাম্পে জুসের সঙ্গে চেতনানাশক খাইয়ে মা-মেয়েকে ধর্ষণ, গ্রেফতার ২ উখিয়ায় সৈয়দ নুর হত্যাকাণ্ডের মূলহোতাসহ আটক ৩, মোটরসাইকেল উদ্ধার উখিয়ায় চুরির উদ্দেশ্যে দোকানে প্রবেশ করতে গিয়ে যুবকের মৃত্যু কক্সবাজার ও উখিয়ায় ইয়াবা বিরোধী ঝটিকা অভিযান: দুইজন আটক, ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে- ঘুমধুমে ৩৪ বিজিবির অধিনায়ক মরিচ্যা যৌথ চেকপোস্টে ২৬ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এফ এইচ-এর উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

সবাই যদি হই একজোট, বাল্য বিবাহ হবে প্রতিরোধ এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার ও সচেতনতা মুলক নাটিকা প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ আগষ্ট) ফুড ফর দি হাংরী ইন্টারন্যাশনাল (এফ এইচ এসোসিয়েশন) হলদিয়া পালং কমিউনিটির আয়োজনে মরিচ্যা পালংয়ের ৭১ কনভেনশন হল সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন এফ এইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফারুক আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন , উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান স্বপন শর্মা রনি , উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ফারুক আহমেদ, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার শাহীনা আক্তার, উখিয়া শীল কল্যাণ সমিতির সভাপতি অজিত শর্মা নিতাই, অনিল বড়ুয়া রাহমত উল্লাহ , অজিত শর্মা ২, সুমন শর্মা।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এফ এইচ এসোসিয়েশনের কমিউনিটি টিম লিডার ইউছুপ আলী। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জান্নাতুল ফেরদৌস মুক্তা।

সেমিনারে বক্তারা বলেন , বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। দারিদ্রতা, অভাব অনটন কুসংস্কার ও শিক্ষার অভাবে ১৮ বছরের আগেই মেয়েদের বিয়ে দেওয়া হয়। এ ধরনের বাল্যবিবাহের কারণে মেয়েদের জীবন বিভীষিকাময় হয়ে অন্ধকার নেমে আসে। এতে করে মাতৃ মৃত্যু হার ও শিশুর মৃত্যুর হার বাড়তে থাকে। তাই সবাইকে সচেতন হয়ে মেয়েদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলনের উপর গুরুত্বারোপ করেন।

পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন নাট্য থিয়েটারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনামূলক নাটক ময়নার মা’র স্বপ্ন পরিবেশন করা হয়।

এ সময় জনপ্রতিনিধ,সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, সাংবাদিক, সমাজপতি, ভান্তে , কাজী, ঠাকুর সহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এফ এইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফারুক আহমেদ জানান, ২০১৭ সাল থেকে জয়েন্টে রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রাম কর্মসূচির আওতায় উখিয়া উপজেলার রত্না পালং ও হলদিয়া পালং ইউনিয়নে কম্প্রিহেনসিভ ফ্যামিলি এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন প্রোগ্রাম ( সিএফসিটি) আওতায় স্বাস্থ্য শিক্ষা পুষ্টি ও ওয়াশ কর্মসূচি সহ অনগ্রসর এলাকার মানুষের জীবনযাত্রা মান উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এফ এইচ কাজ করে যাচ্ছেন।


আরো খবর: